ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধারের দাবি

প্রকাশিত: ০৪:১৮, ৮ ডিসেম্বর ২০১৬

অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অপহরণের শিকার এসএসসি পরীক্ষার্থী উম্মে সালমার হদিস পাওয়া যাচ্ছে না। থানা ও আদালতে অপহরণকারীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পরও তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মেয়েকে উদ্ধারে বাবা মা এখন দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার সংবাদ সম্মেলন করেছে অভিভাবকরা। জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ি গ্রামের নিজ বাড়িতে দুপুরে ওই সংবাদ সম্মেলনে মেয়েটির নানা রজিয়ার রহমান, নানী আঞ্জুমা বেগম, বাবা ফজলুল হক, মা রুজিয়া বেগমসহ অন্য সদস্যরা বলেন, মীরগঞ্জহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবারের এসএসসি পরীক্ষার্থী উম্মে সালমা খুটামারা গ্রামে নানার বাড়িতে বেড়াতে গেলে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় অপহরণের শিকার হয়। মেয়েটিকে পূর্ব শিমুলবাড়ি গ্রামের আলাজ উদ্দিনের ছেলে আনছারুল হক ও তার সাঙ্গোপাঙ্গ অপহরণ করে। এ ঘটনায় জলঢাকা থানায় মেয়েটির বাবা মামলা দায়ের করলে পাঁচ দিনের মাথায় ১ অক্টোবর জলঢাকা থানা পুলিশ মিরগঞ্জ পাঠানপাড়া এলাকা হতে মেয়েটিকে উদ্ধার করলেও অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি। উদ্ধারের পরদিন মেয়েটি আদালতে জবানবন্দী প্রদান করে। আদালত মেয়েটিকে তার অভিভাবকদের জিম্মায় দেয়। এ অবস্থায় মেয়েটি এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য স্টুডিওতে ছবি তুলে বাড়ি ফেরার পথে ১৮ নবেম্বর বিকেলে পুনরায় অপহরণের শিকার হয়। সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুই দস্যু নিহত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী খালের বাদামতলা এলাকায় বুধবার সকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। প্রায় আধাঘণ্টা গুলিবিনিময়ের একপর্যায়ে দস্যুরা পিছু হটলে বনে তল্লাশি চালিয়ে দুই দস্যুর গুলিবিদ্ধ লাশ র‌্যাব-৮ এর সদস্যরা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত দেশী-বিদেশী ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। নিহতরা হলো, বনদস্যু সামসু বাহিনীর সদস্য আল আমিন (৩২) ও হোসেন মোল্লা (৩০)। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৮ এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় পৌঁছালে বনদস্যুরা অতর্কিতে র‌্যাবের ওপর গুলিবর্ষণ শুরু করে। এ সময়ে র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র‌্যাবের সদস্যরা সেখানে তল্লাশি শুরু করে। এ সময়ে বনের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি এবং দুই বনদস্যুর লাশ উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়।
×