ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত: ০৪:১৭, ৮ ডিসেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ফটিকছড়িতে গ্যারেজ মালিক, বগুড়ার শেরপুরে এ্যাম্বুলেন্স চালক, গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চালক ও মানিকগঞ্জে তিন মুসল্লি নিহত হয়েছে। আহত হয়েছে ৪৫ জন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর: ফটিকছড়ি ॥ উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ ঝংকার মোড় এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে ঢুকে পড়লে ঘটনাস্থলে মালিক নুরুল ইসলাম ওরফে মনা মিস্ত্রি (৩৬) প্রাণ হারান। এ ঘটনায় নিহতের আত্মীয় নুরুল হুদা (২৫) এবং সুনিল ধর (৩৬) নামে অপর দুজন গুরুতর আহত হয়। বগুড়া ॥ শেরপুর উপজেলায় বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় রেজানুল হক ম-ল(২৮) নামে এ্যাম্বুলেন্স চালক নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ জানায়, ভোর ৪টা দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ এ্যাম্বুলেন্সে সিরাজগঞ্জের চান্দাইকোনায় নিয়ে যাওয়া হচ্ছিল। ৫টার দিকে গাড়িদহ এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক অপর এক ট্রাককে ওভারটেক করার সময় এ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে এ্যাম্বুলেন্সেটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স চালক মারা যায়। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর বাজার এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে বুধবার দুপুরে হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে চালক আজাদুল ইসলাম (৩০) নিহত হন। নিহত আজাদুল দরবস্ত ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আসাদুল্যাহর ছেলে। পুলিশ জানায়, দুপুর একটায় রংপুরগরমী যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালককে চাপা দেয়। মানিকগঞ্জ ॥ ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় মঙ্গলবার রাত ১১ টার দিকে একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন মুসল্লি নিহত ও অপর ৪০জন আহত হয়েছে। গুরুতর আহত সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে একজন ও ঢাকায় নেয়ার পথে অপর দুইজন মারা যায়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে ঢাকার টঙ্গি ইজতেমার ময়দান থেকে পটুয়াখালীগামী ইসলাম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-০০৪৫) বাস বিপরীতমুখী ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হয়। আহত হয় ৪০ যাত্রী। ঘটনাস্থলে নিহত যাত্রীর (৬৮) পরিচয় জানা যায়নি, নিহত অপর দুই যাত্রী হলেন মুফতি সাইফুল্লাহ (৩৮) ও আব্দুল ওহাব (৬৫) ।
×