ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে গিয়ে চোরের খপ্পরে ক্রিকেটার!

প্রকাশিত: ২১:২৬, ৭ ডিসেম্বর ২০১৬

নিউজিল্যান্ডে গিয়ে চোরের খপ্পরে ক্রিকেটার!

অনলাইন ডেস্ক॥ নিউজিল্যান্ড সাধারণত সৎ মানুষের দেশ হিসেবে বিশ্বে পরিচিত। সেখানে কেউ ভুলে কিছু ফেলে গেলেও অন্যরা সেটা ফিরিয়ে দেয়। কিন্তু এর মাঝেও তো দু-একটা ঘটনা ঘটেই যায়। তেমনি একটা ঘটনা ঘটল ভারতীয় বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার ললিত বোসের জীবনে। নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে চোরের খপ্পরে পড়েছিলেন তিনি! ২১ বছর বয়সী উদীয়মান ক্রিকেটার ললিত বোস গত নভেম্বরে নিউজিল্যান্ডে যান। গত সপ্তাহে তিনি পূর্ব অকল্যান্ডের একটি সুপারমার্কেটের কার পার্কিং প্লেসে ২০ মিনিটের জন্য তার গাড়িটি পার্ক করেছিলেন। কিন্তু ফিরে এসে দেখেন গাড়ি আছে ঠিকই, তবে সেই গাড়ির মধ্যে থাকা ১৫০০ ডলার মূল্যের ক্রিকেটীয় সরঞ্জামাদি হাওয়া হয়ে গেছে! সেই ব্যাগে তার প্যাড, হ্যালমেট, গ্লাভস, স্পাইকস এবং দুটি দামি ক্রিকেট ব্যাট ছিল। এমনকী গাড়ি লক করতেও তিনি ভুল করেননি। তবে কেন এমন হলো? ললিতের অভিযোগ, সেই সুপারমার্কেটের কর্তৃপক্ষ তাকে কোন ধরণের সহযোগিতা করেনি। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন এবং ইনসিওরেন্সের অর্থ দাবি করেন। তার আশংকা ছিল তিনি আদৌ এসব ফেরত পাবেন কিনা। কিন্তু নিউজিল্যান্ডের পুলিশ তাকে সবরকম সহযোগিতা করে এবং তিনি তার চুরি হওয়া মালামাল ফেরত পান। ফেরত পেয়ে উচ্ছসিত ললিত বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এসব ফিরে পেয়ে। আমার ক্রিকেট ক্লাবে সরঞ্জামগুলো দিয়ে গেছে পুলিশ। আমাকে এর জন্য কোনো অর্থও গুনতে হয়নি। ” উল্লেখ্য, ললিত বোস নিউজিল্যান্ডে আসার আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলেস ক্রিকেট বোর্ড আয়োজিত প্রিমিয়ার লিগ খেলেছেন। তিনি একজন তরুণ অলরাউন্ডার। নিউজিল্যান্ডে তিনি পারনেল ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন।
×