ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিষয় : গাণিতিক যুক্তি

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:১১, ৭ ডিসেম্বর ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১. এক ব্যক্তি এক স্থান থেকে পশ্চিম দিকে ৫ মাইল গেল। আবার সে দক্ষিণে ২ মাইল; অতঃপর সে পুনরায় পশ্চিম দিকে ৩ মাইল গেল। যাত্রাস্থলের এবং গন্তব্যস্থলের সরাসরি দূরত্ব কত? ক. ১৫ মাইল খ. ১২ মাইল গ. ৮ মাইল ঘ. ৬ মাইল ২. একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২০০ মিটার। প্রস্থ দৈর্ঘ্যরে অংশ। দৈর্ঘ্য কত মিটার? ক. ৬০ মিটার খ. ৫০ মিটার গ. ৯০ মিটার ঘ. ৭০ মিটার ৩. কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কতটা বাড়বে? ক. ২৫ খ. ১২৫ ঘ. ২২৫ ঘ. কোনটিই নয়। ৪. একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল ক. ১০% কমবে খ. ২০% কমবে গ. ৩৬% কমবে ঘ. ৪০% কমবে ৫. ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? ক. ২১ খ. ২২ গ. ২৩ ঘ. ২৪ ৬. পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত। ক. ২৫ বছর খ. ৩০ বছর গ. ৩৫ বছর ঘ. ৩৭ বছর ৭. একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত? ক. ২০০ টাকা খ. ২২০ টাকা গ. ২৩০ টাকা ঘ. ২৪০ টাকা ৪. পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তত অন্তত বাজতে লাগল। কতক্ষণ পরে ঘণ্টা পুনরায় একত্রে বাজবে? ক. ১০ মিনিট খ. ১৫ মিনিট গ. ১৪ মিনিট ঘ. ২০০ সেকেন্ড ৯. ঐ+ঐ=১০ এবং এ-ঐ=৪ হলে, ঐ কত? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ ১০. ৫ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? ক. ১০২৫ খ. ১০৭৫ গ. ১০৩৫ ঘ. ১০৪৫ ১১. একটি বই ৬৯ টাকায় বিক্রয় করলে ৮% ক্ষতি হয়। ৭৮ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ক. ৩% লাভ খ. ৩% ক্ষতি গ. ৪% লাভ ঘ. ৪% ক্ষতি ১২. হলে এর মান কত? ক. ৩৬ খ. ৩৮ গ. ৪০ ঘ. ৪১ ১৩. একজন পরীক্ষার্থী তিন পত্রের একটি পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক পুত্রের পূর্ণ নম্বর ১০০ হলে, সে তিনটি পত্রে কত উপায়ে ২০০ নম্বর পেতে পারে? ক. ৫০০ খ. ৫১০০ গ. ৫১৫১ ঘ. ৬২৫ ১৪। একই বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ? ক. অর্ধেক খ. দ্বিগুণ গ. সমান ঘ. তিনগুণ ১৫। ী= + হলে ী৩+ -এর মান কত? ক. খ. গ. ঘ. ১৬। একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ করলে ৯০ হয় সংখ্যাটি কত? ক. ১৬ খ. ১৮ গ. ২০ ঘ. ২৪ ১৭। কোনো টাকা ৫ বছরে ৬% হার সুদে, সুদে-আসলে ১,৩০০ টাকা হয়, কত বছরে ঐ টাকা সুদে-আসলে ১,৩৯০ টাকা হবে। ক. ৬ বছরে খ. ৬.৫ বছরে গ. ৭ বছরে ঘ. ৭.৫ বছরে ১৮। অইঈ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অ শীর্ষ কোণ। ই ও ঈ দুটি ভূমি কোণ। অই বাহু= অঈ বাহু। ই= ৭৫। অ= কত ডিগ্রি? ক. ২৫ খ. ৩৫ গ. ৩০ ঘ. ৫০ ১৯। একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত? ক. ২৫০ টাকা খ. ৩৫০ টাকা গ. ৪০০ টাকা ঘ. ৩০০ টাকা ২০. কোন সংখ্যাটি বৃহত্তম? ক. খ. ০.৩ গ. ০.১৩ ঘ. ০.২৫ উত্তর : ১। গ, ২। ঘ, ৩। খ, ৪। গ, ৫। ঘ, ৬। খ, ৭। ঘ, ৮। গ, ৯। গ, ১০। ক, ১১। গ, ১২। খ, ১৩। গ, ১৪। খ, ১৫। খ, ১৬। খ, ১৭। খ, ১৮। গ, ১৯। ঘ, ২০। খ।
×