ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়াবা দিয়ে সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা ॥ ২ পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ০৪:০৪, ৭ ডিসেম্বর ২০১৬

ইয়াবা দিয়ে সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা ॥ ২ পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ইয়াবা দিয়ে সাংবাদিককে ফাঁসানোর চেষ্টার অপরাধে দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় স্থাপিত চেকপোস্টে এ ঘটনা ঘটে। লিখিতভাবে পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে অবহিত করার পর অভিযুক্ত দুই কনস্টেবলকে প্রত্যাহার করে নেয়া হয়। একইসঙ্গে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সিএমপির উর্ধতন কর্তৃপক্ষ। ঘটনার বিবরণে জানা যায়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পুলিশের একটি চেকপোস্টে যানবাহন থামিয়ে তল্লাশি চলছিল। যাত্রীবাহী একটি বাসে চড়ে রাউজানের নিজ বাড়ি থেকে শহরে ফিরছিলেন অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক মোস্তফা ইউসুফ। বাসে দুই দফায় তার দেহ তল্লাশি করেও কিছু পায়নি পুলিশ। তৃতীয় দফায় এসে পুলিশ সাংবাদিক মোস্তফার পরিচয় জানতে চায়। জবাবে তিনি নিজকে একজন চাকরিজীবী হিসেবে উল্লেখ করেন। এ সময় নাজমুল হাসান নামের এক কনস্টেবল তাকে অনেকটা টেনেহেঁচড়ে বাস থেকে নামিয়ে নিয়ে যায় চেকপোস্টে। এরপর একযোগে কয়েকজন মিলে তার পকেট তল্লাশি শুরু করে। এতে মোস্তফা ইউসুফের সন্দেহ হয় যে, তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয়া হচ্ছে। একপর্যায়ে সাংবাদিক পরিচয় জানতে পেরে পুলিশ বিষয়টিকে স্রেফ ভুল বোঝাবুঝি হিসেবে অভিহিত করে তাকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে দেয়ার চেষ্টা করে। কিন্তু বিষয়টিকে এত সহজভাবে নিতে রাজি হননি সাংবাদিক মোস্তফা ইউসুফ। অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পূর্ব পরিচয়ের সূত্র ধরে অপহরণকারী চক্রের সদস্য জামাল গজারিয়ার দুই ব্যবসায়ীকে অপহরণ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জিম্মি করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। অপহরণের তিনদিন পর মঙ্গলবার তারা জিম্মিদশা থেকে ফিরে আসতে সক্ষম হয়েছেন। জিম্মিদশা থেকে ফিরে আসা ব্যবসায়ী ও তাদের পরিবার সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের কুঠিপাড়া মহল্লার মজি সরকারের ছেলে হানিফ সরকার ও মেয়ের জামাই সুমন মিয়া (২৮) মোবাইল এক্সসেসরিজ ব্যবসায়ী। তাদের পূর্ব পরিচিত জামাল মিয়া ব্যবসা বিস্তারের প্রলোভন দেখিয়ে গত শুক্রবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে রবিবার রাতে হানিফ ও সুমনকে জিম্মি ও নির্যাতন করে সাড়ে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণ ও জিম্মিদশা থেকে ফিরে আসা হানিফ সরকার আরও জানান, তেঁতুলিয়ার মাগুরমারী এলাকার গু-া দেলোয়ার অপহরণ চক্রের মূল হোতা। দেলোয়ার নারী, শিশু অপহরণ ও পাচারের সঙ্গে জড়িত এবং স্থানীয় থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলাও রয়েছে। হানিফ সরকারের ভাই আলী আজম সরকার জানান, আমরা দাবি করা মুক্তিপণের টাকা আত্মীয়দের দিয়ে পৌঁছে দিতে সোমবার রাতে তেঁতুলিয়ার উদ্দেশে রওনা দেই, ওই রাতেই টাকা পেতে দেরি দেখে অপহরণ চক্র আমাদের দুইজনকে ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় নিয়ে গেলে দুজন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়। মাদক সেবনকালে পুলিশ সদস্যসহ আটক ২ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকাতে সোমবার রাতে মাদক সেবনকালে এক পুলিশ সদস্যসহ ৩ যুবককে আটক করেছেন স্থানীয় জনতা। এখান থেকে একটি প্রাইভেটকারও আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন গোলাপগঞ্জ থানার এসআই ফিরোজ, গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা শাকিল আহমদ চৌধুরী ও মুনির লোদী।
×