ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে ‘পাথর’ নাটকের ৪ মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:৩৯, ৬ ডিসেম্বর ২০১৬

বিজয়ের মাসে ‘পাথর’ নাটকের ৪ মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে অন্যতম নন্দিত নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদল। দলের অন্যতম নাট্য প্রযোজনা পথনাটক ‘পাথর’। ইতোমধ্যে নাটকটির ৬টি মঞ্চায়ন হয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা বিজয় দিবসের এই মাসে নাটকের আরও ৪টি বিশেষ মঞ্চায়ন হবে। দল সূত্রে জানা গেছে বিজয়ের মাসে আগামী ৯ ডিসেম্বর সকালে রমনার শতায়ু অঙ্গন মঞ্চে নাটকটির সপ্তম মঞ্চায়ন এবং ধনিয়া সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসব এবং বইমেলায় ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নাটকটির অষ্টম মঞ্চায়ন হবে। এছাড়া আগামী ২০ ডিসেম্বর টঙ্গিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয়মেলার মঞ্চে নাটকটির নবম মঞ্চায়ন হবে। এর আগে উত্তরায় নাটকটির আরও একটি মঞ্চায়ন হওয়ার কথা রয়েছে। কয়েক বছর আগে বিজয় দিবসের বিশেষ আয়োজনে ঢাকা মৌলিক নাট্যদলের প্রথম পথনাটক প্রযোজনা ‘পাথর’ মঞ্চে আনে ঢাকা মৌলিক নাট্যদল। বিদেশী গল্পকার ক্যারেন চ্যাপেলের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন তৌফিক হাসান ময়না। নাটকটির নির্দেশনা দিয়েছেন দলের প্রধান সাজু আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নিলয় রহমান, ওহিদুল ইসলাম অপু, অলিউল্লাহ অলি, রানা মল্লিক, অহি চৌধুরী, শাওন আহমেদ, জিল্লুর রহমান জুয়েল ও পাপড়ি। নাটকের পোশাক পরিকল্পনায় হামিদা মনি। মঞ্চ ব্যবস্থাপনায় লিটন, জনি ও নিপা। সার্বিক ব্যবস্থাপনায় সোহেল আহমেদ খান। প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা মৌলিক নাট্যদলের উদ্যোগে দলের শান্তিনগরের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ২৯ ডিসেম্বর মহিলা সমিতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান, সম্মাননা প্রদান ও দলের দ্বিতীয় প্রযোজনা ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের পঞ্চম মঞ্চায়ন হবে বলে জানা গেছে।
×