ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

প্রকাশিত: ০৬:৩১, ৬ ডিসেম্বর ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বাড়ার শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৯২৯ বারে ৬৫ লাখ ৮৭ হাজার ২৫টি শেয়ার লেনদেন করে। এই তালিকায় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার ১ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৯৫ বারে ১০ লাখ ৫৮ হাজার ৭২৯টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের ৩ টাকা বা ৮ দশমিক ৬ শতাংশ দর বেড়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচআর টেক্সটাইল, রেনউইক যজ্ঞেস্বর, কেয়া কসমেটিকস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, শাশা ডেনিম ও আর্গন ডেনিম। এ্যাপোলো ইস্পাতের এজিএমের ভেন্যু নির্ধারণ অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ২২ ডিসেম্বর বেলা ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
×