ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌ অধিদফতরের অনিয়ম তদন্তে কমিটি পুনর্গঠন দাবি

প্রকাশিত: ০৬:২৫, ৬ ডিসেম্বর ২০১৬

নৌ অধিদফতরের অনিয়ম তদন্তে কমিটি পুনর্গঠন দাবি

স্টাফ রিপোর্টার ॥ সমুদ্রগামী জাহাজের নাবিকদের নামে অবৈধ এনওসি দিয়ে ‘আকাশপথে কথিত মানব পাচারের ঘটনা’র সুষ্ঠু তদন্ত দাবি করে অবিলম্বে উচ্চক্ষমতাসম্পন্ন নতুন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সামাজিক আন্দোলনের কর্মীরা। এছাড়া নৌ পরিবহন অধিদফতরের অনিয়ম-দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গঠিত কমিটি বাতিল করে বিশেষজ্ঞদের সমন্বয় সচিবপর্যায়ের কমিটি গঠনের দাবি জানান তারা। সোমবার রাজধানীর পুরানা পল্টনের মণি সিংহ সড়কের মুক্তি ভবনে সিটিজেন্স রাইট্স মুভমেন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবিসহ সাত দফা জরুরী দাবি উত্থাপন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের মহাসচিব তুসার রেহমান। লিখিত বক্তব্যে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত লঙ্ঘন করে নৌ অধিদফতরের একজন কর্মকর্তা জাহাজের নাবিকদের এনওসি দিয়ে বিনা ভিসায় বিমানে বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিষয়টি জরুরী তদন্তের জন্য পুলিশের বিশেষ শাখা (ইমিগ্রেশন) অধিদফতরের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন। কিন্তু চাঞ্চল্যকর এ ঘটনায় দফায় দফায় তদন্ত কমিটি পুনর্গঠন করা হলেও দীর্ঘ ছয় মাসে প্রতিবেদন দেয়া হয়নি। সর্বশেষ পুনর্গঠিত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম নৌ বাণিজ্য দফতরের মুখ্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামও তদন্তের নামে কালক্ষেপণ করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। তুসার রেহমান বলেন, সিটিজেন্স রাইট্স মুভমেন্টের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নৌ পরিবহন অধিদফতরের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম-দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি এখনও প্রতিবেদন দেয়নি। অভিযুক্তদের রক্ষায় দুটি কমিটিই তদন্তের নামে দীর্ঘ কালক্ষেপণ করছে। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার অর্থ সহায়তায় প্রায় ৪০০ কোটি টাকার চলমান জিএমডিএসএস প্রকল্পের পরিচালককে চার্টার অব ডিউটিজ লঙ্ঘন করে একসঙ্গে আটটি দায়িত্ব পালনের সুযোগ দেয়া হচ্ছে। অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ পানিসম্পদ বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, নিরাপদ সড়ক ও নৌপথ বাস্তবায়ন জোটের সদস্য সচিব রফিকুল ইসলাম সবুজ, পরিবেশকর্মী পংকজ বারুরী এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে।
×