ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৫:২০, ৫ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসার আভাস মিলছে। বিনিয়োগ সমন্বয় বিষয়ে জটিলতা কেটে যাওয়ার পাশাপাশি সরকারসহ সংশ্লিষ্ট মহলের নানামুখী ইতিবাচক পদক্ষেপের কারণে দেশের চাইতে বিদেশী বিনিয়োগকারীরা বেশি পুঁজিবাজারে সক্রিয় হয়েছেন। ফলে চলতি বছরের ১১ মাসে (জানুয়ারি-নবেম্বর) বিদেশী লেনদেন বেড়েছে। বিশেষ করে বিদেশী বা প্রবাসী বিনিয়োগকারীদের পত্রকোষে শেয়ার কেনার পরিমাণ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানসুারে আলোচিত সময়ে বিদেশী বিনিয়োগ বেড়েছে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা বা ৭৯৬ শতাংশ। পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, এটি আমাদের বাজারের জন্য একটি শুভ লক্ষণ। আগামী দিনগুলোতে আমাদের বাজার আরও ভাল হবে। বাজারে স্থিতিশীলতা বাড়ার ফলে বিদেশী প্রতিষ্ঠানগুলো ডিএসইর স্ট্রাটেজিক পার্টনার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বিদেশীদের এ আগ্রহ প্রকাশ পুঁজিবাজারের জন্য শুভ লক্ষণ। পাশাপাশি বিদেশীরা অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশকে এখন বেশি লাভজনক মনে করে। তাই তাদের বিনিয়োগ বাড়াচ্ছে বলেও মনে করছেন তারা। প্রাপ্ত তথ্য মতে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের ১১ মাসে ডিএসইতে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৭ হাজার ৭৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছেন। যা আগের বছরের একই সময়ে ছিল ৬ হাজার ৭৭২ কোটি ২০ লাখ টাকার। সে হিসেবে বৈদেশিক বিনিয়োগকারীদের (বিদেশী ও প্রবাসী) ১৫.১৪ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। এ সময় বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৪ হাজার ৩৭৬ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট ক্রয় এবং ৩ হাজার ৪২১ কোটি টাকার বিক্রয় করেছেন। সে হিসেবে চলতি বছরের ১১ মাসে নিট বিনিয়োগ হয়েছে ৯৫৫ কোটি ২৫ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে নিট বিনিয়োগ ছিল ১০৬ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার টাকা।
×