ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় দুটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ০৫:১১, ৫ ডিসেম্বর ২০১৬

চকরিয়ায় দুটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় দুটি অবৈধ অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। রবিবার ভোরে চিরিঙ্গা চরণদ্বীপ ডোলখালী পাড়া এবং চরণদ্বীপ একানব্বই পাড়ায় র‌্যাবের এক শ্বাসরুদ্ধকর অভিযানে ওই অস্ত্র কারখানা জব্দ করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ২০টি দেশীয় তৈরি অস্ত্র, বিপুলসংখ্যক গুলি এবং অস্ত্র তৈরির মেশিন ও সরঞ্জামাদি। অবৈধভাবে অস্ত্র তৈরির দায়ে ১ নারীসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ চকরিয়া চিরিঙ্গা চরণদ্বীপের মুজিব কিল্লা এলাকার নূর মোহাম্মদ ওরফে ধলা মিয়া মাঝির পুত্র আবদুল মান্নান ও তার ভাই আইয়ুব খান, অস্ত্র তৈরির কারিগর পূর্ববড় ভেওলা ঈদমনি এলাকার মৃত আবদুস বাসুর পুত্র নুরুল আলম, ফাসিয়াখালী ছাইরাখালী গ্রামের ইদ্রিছ আহমদের পুত্র নুর উল্লাহ, তাদের সহযোগী একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী জনুয়ারা বেগম ও কুতুবদিয়া কাজিরপাড়া গ্রামের আমির হোসেনের পুত্র মহিউদ্দিন প্রকাশ মহিন মিয়া। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৮টি এসবিবিএল, ১টি ডিবিবিএল, ২টি পয়েন্ট থ্রি জিরো থ্রি দেশীয় তৈরি রাইফেল, ১টি পয়েন্ট টু টু দেশীয় তৈরি রাইফেল, ৮টি এ নলা বন্দুক, ৪৫ রাউন্ড শটগানের গুলি, ৪টি পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেলের গুলি রয়েছে। এছাড়া অস্ত্রের কারখানাটি থেকে ৩টি পোচ, ২টি পোচ বেল্ট, ২টি লেদ মেশিন, ১টি হ্যান্ড ড্রিল, ২টি হেক্সা মেশিন, হেক্সাবেড, ৩টি ট্রিগার গার্ড, ১টি বন্দুকের বাঁট, ৪টি পাইপ, ৩টি হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, রেদ, কাটিং মেশিন, বাটাল, স্প্রিং, নাট-ভোল্টের মতো অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৭ সিপিপি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মাহমুদ হাসান তারিক, সিনিয়র এএসপি শাহেদা সুলতানা এবং এএসপি সৈয়দ মোহসিনুল হক। রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মাহমুদ হাসান তারেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ সদস্যরা অস্ত্রকারখানায় অভিযান চালায়। এরপরই সেখানে থেকে বিপুলসংখ্যক অস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ আটক করা হয় অস্ত্র তৈরির হোতাদের।
×