ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিটিকে উড়িয়ে দিল চেলসি

প্রকাশিত: ০৬:২৮, ৪ ডিসেম্বর ২০১৬

সিটিকে উড়িয়ে দিল চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে বড় জয় পেয়েছে চেলসি। শনিবার দিনের প্রথম ম্যাচে ব্লুজরা ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছে এ্যান্তনিও কন্তের দল। নিজেদের ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন চেলসিকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধে অবশ্য বেশ ভালভাবেই চেলসিকে রুখে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। শুধু তাই নয়, চেলসির গ্যারি কাহিলের আত্মঘাতী গোলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পেপ গার্ডিওলার দল। কিন্তু দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে চেলসি। ম্যাচের ৬০ মিনিটে দিয়েগো কস্তার গোলে সমতায় ফিরে এ্যান্তোনিও কন্তের দল। ৭০ মিনিটে উইলিয়ান গোল করলে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের বয়স যখন ৯০ মিনিট তখন সিটির জালে শেষ পেরেকটি ঠুকে দেন ইডেন হ্যাজার্ড। এর ফলে ৩-১ গোলের অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখল করে নেয় চেলসি। মৌসুমের প্রথম ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। ব্লুজদের কাছে এদিন হারায় তৃতীয় স্থানে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে বাজে পারফর্মেন্সের কারণে জোশে মরিনহোকে বরখাস্ত করে চেলসি। এরপরই এ্যান্তনিও কন্তেকে নিয়োগ দেয় ক্লাব কর্তৃপক্ষ। অপরাজিত চাম্পিয়ন সেনাবাহিনী ফেডারেশন কাপ রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ ‘ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা’ শনিবার মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে শেষ হয়েছে। ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৫৮-০ পয়েন্টে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে (চট্টগ্রাম) শোচনীয়ভাবে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন প্রধান অতিথি রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ শাহ্ আলম। শেখ রাসেল দাবা দলে রানী হামিদ-জিয়া স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের জন্য বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ছয় সদস্যবিশিষ্ট দাবা দলের নাম ঘোষণা করেছে। খেলোয়াড়রা হচ্ছেন : দেশীয় দাবার কিংবদন্তি আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, বাংলাদেশের সর্বোচ্চ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, উদীয়মান খেলোয়াড় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ।
×