ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পূবালীর দুই পরিচালকের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৮:৩৯, ২ ডিসেম্বর ২০১৬

পূবালীর দুই পরিচালকের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও পরিচালক মোঃ কবিরুজ্জামান ইয়াকুবকে দায়িত্ব পালনে বিরত রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে। ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় আইন অমান্য করে মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তর ও নিজ প্রতিষ্ঠানের নামে বিশেষ ঋণ গ্রহণের অভিযোগে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোঃ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কোম্পানি আইন ও ব্যাংক কোম্পানি আইনের বিধান লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে, তা ৫ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ডাউন পেমেন্ট ছাড়াই এই দুজনের প্রতিষ্ঠানের নামে প্রদানকৃত ঋণ নবায়নের সুবিধা প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত।
×