ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকারী হাসপাতালে আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে মানুষ ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৫৭, ২ ডিসেম্বর ২০১৬

সরকারী হাসপাতালে আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে মানুষ ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সম্প্রতি গড়ে তোলা সরকারী হাসপাতালগুলোর যন্ত্রপাতি দেশের কোন বেসরকাঈ হাসপাতালেও নেই। রাজধানীতে এমন আরও হাসপাতাল স্থাপন করা হবে। ঢাকা ও সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমাতে রাজধানীর মুগদা হাসপাতালে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কুর্মিটোলায়ও এ জাতীয় আরেকটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সোহ্রাওয়ার্দী হাসপাতালের সংস্কার করে আধুনিকায়ন করা হয়েছে। এই হাসপাতালগুলোতে এখন গরিব মানুষ আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন মন্ত্রী। এর আগে মন্ত্রী হাসপাতালের আইসিইউ, ডায়ালাইসিস বিভাগ, ক্যাথল্যাব ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে সেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসা নিতে আসা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুন্নাহার, মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সামিউল হকসহ মন্ত্রণালয়, অধিদফতরের উর্ধতন কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী, কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×