ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন ॥ প্রার্থীদের ঋণ খেলাপী তথ্য জানতে চায় ব্যাংক

প্রকাশিত: ০১:০২, ১ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচন ॥ প্রার্থীদের ঋণ খেলাপী তথ্য জানতে চায় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন ঋণ খেলাপী প্রার্থী হতে পারবেন না। তাই মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের ঋণ খেলাপী সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও রিটার্নিং অফিসারকে জানাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচন কমিশন ঘেষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। আগামী ৩ ও ৪ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই-বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর।
×