ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আগারগাঁও খাল দখল করে বহুতল ভবন নির্মাণ বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৮:৫৭, ১ ডিসেম্বর ২০১৬

আগারগাঁও খাল দখল করে বহুতল ভবন নির্মাণ বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের আগারগাঁও খাল দখল করে বহুতল ভবন নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খাল দখল করে নির্মাণ কাজ ও মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ প্রদান করেছে। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, গণপূর্তের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এবং মিরপুর থানার ওসিকে ওই রুলের জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। গত ২ নবেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ঢাকার আরেকটি খাল মৃত্যুমুখে’ শিরোনামের প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়। পরে মনজিল মোরসেদ সংবাদিকদের জানান, আদালত এ নির্দেশ দেয়ার পাশাপাশি রুলও দিয়েছে।
×