ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী পাবলিক টয়লেট

প্রকাশিত: ০৫:৫৯, ১ ডিসেম্বর ২০১৬

ব্যতিক্রমী পাবলিক টয়লেট

মানুষ সাধারণত পাবলিক টয়লেটে যেতে নাক সিঁটকায়। একান্তই প্রয়োজন না হলে এর মুখোমুখি হতে চায় না কেউ। পাবলিক টয়লেটের অধিকাংশই নোংরা, অস্বাস্থ্যকর। কিন্তু চীনের চংককিংয়ে সম্প্রতি পাঁচতারকা মানের পাবলিক টয়লেট ব্যবস্থা চালু করা হয়েছে। যা পাবলিক টয়লেটের বিষয়ে মানুষের ধারণা পাল্টে দিয়েছে। চংকিংয়ের বিঝান এলাকায় এ টয়লেট নির্মাণ করতে জায়গা লেগেছে ১৫০ বর্গমিটার। এর ভেতরের চারপাশে রয়েছে মনোরম দৃশ্য। মার্বেল পাথর দিয়ে মেঝে তৈরি করা হয়েছে। রয়েছে নক্সা করা দরজা। আরও আছে ঝাড়বাতি। চালু থাকে ২৪ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বছরের পুরো সময় এর ভেতরে তাপমাত্রা থাকে ২৬ ডিগ্রী সেলসিয়াস। এ ধরনের গণশৌচাগার কেবল পাঁচতারকা হোটেল অথবা রেস্তরাঁয় দেখা মেলে। চংকিংয়ের এই টয়লেটে ঢুকলেই পাওয়া যাবে সুঘ্রাণ, শোনা যাবে মনমাতানো গান। তবে টয়লেটের সবচেয়ে চিত্তাকর্ষক বিষয় হলো, ভোক্তারা স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে বাইরের গ্রীন পার্কের মনোরম দৃশ্য উপভোগ করতে পারে। কাচের দেয়ালের কারণে দিনের বেলায় বিদ্যুত খরচও কম হয়। চীনে এ ধরনের পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে। চংকিংয়ের এই টয়লেট নির্মাণে খরচ পড়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৫ ডলার। -অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×