ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

গৃহবধূসহ নিহত ১০

প্রকাশিত: ০৪:২৫, ১ ডিসেম্বর ২০১৬

গৃহবধূসহ নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ চার, মোহনগঞ্জে মোটরসাইকেল চালক, ঝিনাইদহে শ্রমিক, সীতাকু-ে ট্রাক চালকের সহকারী, নাটোরে দুই ট্রাকযাত্রী ও কেশবপুরে গৃহবধূ নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া ॥ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস চাপায় চার ব্যাটারিচালিত রিক্সার যাত্রী নিহত হয়েছেন। এ মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত এক নারীকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী যাত্রীবাহী রিক্সাকে চাপা দেয়। মোহনগঞ্জ, নেত্রকোনা ॥ সড়ক দুর্ঘটনায় আব্দুল মমিন (২৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় একই মোটরসাইকেলের মাসুম গুরুতর আহত হন। নিহত মমিন সুনামগঞ্জের ধর্মপাশা সদর উপজেলার মৃত জানু মিয়ার ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ রোড এলাকায় তেলবাহী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঝিনাইদহ ॥ মাটিবাহী ট্রলি উল্টে আলম হোসেন (৪০) নিহত ও তিন জন আহত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার বাবুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সকালে কালীগঞ্জ উপজেলার খানজেপুর গ্রাম থেকে ট্রলিতে করে মাটি কাটা শ্রমিকরা কোলাবাজার যাচ্ছিল। পথে বাবুবাড়ি নামক স্থানে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে চালকসহ চার জন আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলম হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত আলম একই উপজেলার খানজেপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সীতাকু-, চট্টগ্রাম ॥ সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন (২৫) নামে এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভুইয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের সহকারী নোয়াখালী জেলার কবিরহাট থানার দক্ষিণ জগনন্দ গ্রামের আলমের ছেলে। জানা যায়, সিরাজ ভুইয়া রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী কাঠ বোঝাই ট্রাক দাঁড়ানো অবস্থায় পিছন থেকে আসা কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক চালকের সহকারী পড়ে গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। নাটোর ॥ গুরুদাসপুরে কাভার্ডভ্যান ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মেহেরপুর সদর উপজেলার আতিকুর রহমানের ছেলে বাবু (৩০) এবং শামীম (২৮)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজায় বনপাড়াগামী স্কয়ার গ্রুপের কাভার্ডভ্যান ঢাকা (মেট্রো ড-১৯২৪) টোল প্রদানের সময় পেছন দিক থেকে পাট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-৩৪৮২) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাটবোঝাই ট্রাকের বাবু ও শামীম নিহত এবং স্কয়ার গ্রুপের কাভার্ডভ্যান চালক ও হেলপার আহত হয়। কেশবপুর ॥ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে মঙ্গলকোট ব্রিজের কাছে ট্রলির ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছে। আলতাপোল গ্রামের রাজু গাজীর স্ত্রী লাখি বেগম (২২) তার তিন বছরের শিশুপুত্র সজীবকে কোলে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় শিশুপুত্র সজীব আহত হয়।
×