ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কাল থেকে বাণিজ্যমেলা শুরু

প্রকাশিত: ০৫:১১, ৩০ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে কাল থেকে বাণিজ্যমেলা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার নগরীর হালিশহর আবাহনী মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলা। আজ বুধবার মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চট্টগ্রামে মেট্রোপলিটন চেম্বারের এটি তৃতীয় আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমিন এমপি, জিয়াউদ্দিন বাবলু এমপি, এমএ লতিফ এমপি, শামসুল হক চৌধুরী এমপি, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম এবং চিটাগাং উইমেন চেম্বার প্রেসিডেন্ট কামরুন মালেক। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য ও রফতানি মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান, মেলায় প্যাভেলিয়ন, প্রিমিয়াম প্যাভেলিয়ন ও স্টান্ডার্ড প্যাভেলিয়নসহ ২শ’ স্টল থাকছে। বিভিন্ন প্রশ্নের জবাবে চেম্বার নেতৃবৃন্দ বলেন, বিক্রি এই মেলার মূল উদ্দেশ্য নয়, দেশে উৎপাদিত পণ্য প্রদর্শন ও রফতানিকে প্রমোট করাই মূল লক্ষ্য। অনুমোদনের অপেক্ষায় চসিকের হাজার কোটি টাকার প্রকল্প স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আর্থিক সীমাবদ্ধতা, দক্ষ জনবলের স্বল্পতা সত্ত্বেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানো হয়েছে। ত্রিবার্ষিক পরিকল্পনার আওতায় নগরীকে শতভাগ ক্লিন ও গ্রিন সিটিতে উন্নীতকরণ, নালা-নর্দমা, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেয়াসহ নানামুখী পরিকল্পনা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় ১ হাজার কোটি টাকা প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়াও দেড় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প, নগর ভবন নির্মাণ প্রকল্প, ১৯৯৫ সালের মাস্টার প্লানের ভিত্তিতে বারুইপাড়া থেকে চাক্তাই খাল পর্যন্ত নতুন খাল নির্মাণ এবং আরও দুটি নতুন খাল নির্মাণের লক্ষ্যে ডিপিপি তৈরি করা হচ্ছে। মঙ্গলবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কর্পোরেশনের প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘রোড কন্সট্রাকশন এ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ বিষয়ক সেমিনারে উপরোক্ত কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশের উপস্থাপনায় এতে চসিকের প্রাক্তন প্রধান প্রকৌশলী এমআই খান, দীপক কান্তি বৈদ্য, রেজাউল আমিন খান, মোহাম্মদ আবু তাহের, নিজাম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত, মোখতার আলম, মোঃ এয়াকুব নবীকে সংবর্ধনা প্রদান করা হয়।
×