ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিটার্ন দাখিলে উৎসবের আমেজ

প্রকাশিত: ০১:৫৭, ২৯ নভেম্বর ২০১৬

রিটার্ন দাখিলে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার ॥ আয়কর সপ্তাহের শেষ দিকে এসে প্রতিটি কর অফিসে ছিল রিটার্ন দাখিলে উৎসবের আমেজ। মঙ্গলবার সবকটি সার্কেল অফিসে ছিলো করদাতাদের উপচে পড়া ভিড়। এদিন কর অফিসগুলোতে যারা ভিড় করছেন তাদের অধিকাংশই জমা দিয়েছেন রিটার্ন। সপ্তাহব্যাপী চলমান আয়কর সপ্তাহ শেষ হতে চলছে বুধবার, একই সঙ্গে বুধবারই চলতি করবর্ষে রিটার্ন দাখিলের শেষ সময়। ফলে সময় যতো ঘনিয়ে আসছে কর অফিসগুলোতে ততোই ভিড় বাড়ছে। মঙ্গলবার বিকেলে কোন কোন সার্কেল অফিসে ছিল না তিল ধারণের ঠাইও। এদিকে আয়কর সপ্তাহের শেষদিন বুধবার সকাল ৭ টায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় এনবিআরের প্রধান কার্যালয়ে এসে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যক্তি শ্রেণীর করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবারই প্রথম আয়কর সপ্তাহ পালন করছে। কর্মকর্তারা বলছেন, আয়কর সপ্তাহ এনবিআরের একটি নতুন সংযোজন। করদাতাদের সেবা দিতে ছুটির দিন শুক্রবার ও শনিবার খোলা ছিল দেশের সবগুলো কর অফিস। গত শুক্রবার সেগুনবাগিচায় কর অঞ্চল ৭ ও ১১ তে রিটার্ন দাখিলের পর করদাতাদের জানানো হয় ফুলেল শুভেচ্ছা। একই ছাদের নিচে কর অফিসগুলোতে মিলছে আয়কর মেলার সব সেবা। প্রতিটি সার্কেল অফিসে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের মত সব সেবাই মিলছে। মঙ্গলবার সেগুনবাগিচা, পল্টন, বিজয়নগর অঞ্চলের যেসব আবাসকি ও বাণিজ্যিক ভবনে আয়কর বিভাগের কার্যালয় আছে তার সবগুলোতে দেখা গেছে করদাতাদের উপচে পড়া ভিড়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলে সময় পার করতে দেখা গেছে। তথ্য পূরণে কারো কোন সমস্য হলে তাদের সেবা কেন্দ্র থেকে ফরম পূরণ করে দেওয়া হচ্ছিল। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘুরে দেখছিলেন সার্কেল অফিসগুলো। শিল্পকলা একাডেমীর কাছে কর অঞ্চল-৫ এ গিয়ে দেখা গেছে এখানে রিটার্ন দাখিলের জন্য লাইন লেগেছে। একই অবস্থা সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে ছোট্ট পরিসরে আয়োজিত আয়কর মেলায়। কর অঞ্চল ৭ ও ১১ যৌথভাবে আয়কর মেলার সব সেবা দিচ্ছে এখানে। এখানে রিটার্ন দাখিলের জন্য আছে ৬ টি বুথ, নতুন করদাতাদের জন্য ই-টিআইন খোলার জন্য রয়েছে বিশেষ প্যাভিলিয়ান বুথ। এছাড়া আছে হেল্প ডেস্ক। এখানে সারাদিনই ছিল উপচে পড়া ভিড়। উল্লেখ্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় সীমা শেষ হচ্ছে আজ। এবার রিটার্ন জমা দেওয়ার সময় সীমা বাড়ানো হবে না আর। এনিআর সূত্রে জানা গেছে, সপ্তাহের শেষ দিনেও মিলছে কর মেলার সব সুবিধা। একই ছাদের নিচে করদতারা পাবেন সব সেবা। কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের মত সব সেবাই মিলবে। করদাতারা নির্ধারিত সার্কেলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আনলেই কর সংক্রান্ত সব সেবা পাবেন।
×