ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাট্যতীর্থের সুন্দরী নাট্যমেলা ২০১৬

প্রকাশিত: ০৫:৪৬, ২৯ নভেম্বর ২০১৬

নাট্যতীর্থের সুন্দরী নাট্যমেলা ২০১৬

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রাণের টানে সৃষ্টি’ সেøাগানে ২০০৪ সালে এক ঝাঁক তরুণের হাত ধরে যাত্রা শুরু করে নাট্যসংগঠন নাট্যতীর্থ। আগামী ১ ডিসেম্বর নাট্যতীর্থ দলের একযুগ পূর্তি হচ্ছে। গত ১২ বছরে বৈচিত্র্যপূর্ণ প্রযোজনার পাশাপাশি ভিন্নধর্মী নাট্যোৎসব আয়োজন করে আসছে নাট্যতীর্থ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ‘নারীর সৃজনে ঋদ্ধ বিশ্ব চরাচর’ প্রতিপাদ্য করে ছয় দিনব্যাপী ‘সুন্দরী নাট্যমেলা’র আয়োজন করতে যাচ্ছে নাট্যতীর্থ। আগামী ২ ডিসেম্বর উৎসবের উদ্বোধন হবে, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। দল সূত্রে জানা গেছে, ছয় দিনব্যাপী নাট্যোৎসবে নারীকে মুখ্য করে নির্মিত ৬টি নির্বাচিত নাটক মঞ্চায়ন হবে। ব্যতিক্রমী এই নাট্যোৎসবের মূল আকর্ষণ সব নাট্য প্রযোজনা সুন্দরী নামকরণে। এছাড়া উৎসবে প্রতিদিন একজন নাট্যকর্মীকে সম্মাননা জানানো হবে। এ প্রসঙ্গে নাট্যতীর্থ দলের প্রধান তপন হাফিজ জনকণ্ঠকে জানান, আগামী ২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি রুবি রহমান। উৎসেবের উদ্বোধন করবেন বরেণ্য নাট্যজন ফেরদৌসী মজুমদার। ৩ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাংলাদেশের নাটকে নারীর ভূমিকা ও ভবিষ্যত’ একটি সেমিনার আয়োজন করা হয়েছে। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ড. মাহফুজা হিলালী, সভাপতিত্ব করবে বরেণ্য নাট্যজন লিয়াকত আলী লাকী এবং সঞ্চালনা করবেন নাট্যতীর্থের দলপ্রধান তপন হাফিজ। শুক্রবার উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের প্রযোজনা ‘শিবানী সুন্দরী’। ৩ ডিসেম্বর শনিবার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন সারা যাকের। এদিন মঞ্চস্থ হবে বঙ্গলোক, কিশোরগঞ্জের প্রযোজনা ‘রূপচাঁন সুন্দরী’। ৪ ডিসেম্বর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চকুসুম শিমুল ইউসুফ, এদিন মঞ্চস্থ হবে নাট্যতীর্থের প্রযোজনা ‘কমলা সুন্দরী’। ৫ ডিসেম্বর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন লাকি ইনাম। এদিন মঞ্চস্থ হবে কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠীর প্রযোজনা ‘মহুয়া সুন্দরী’। ৬ ডিসেম্বর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন কৃষ্টি হেফাজ, এদিন মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘আমিনা সুন্দরী’ এবং ৭ ডিসেম্বর বুধবার উৎসবের সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্দেশক-অভিনেত্রী নুনা আফরোজ। এদিন মঞ্চস্থ হবে ময়মনসিংহের অন্বেষা থিয়েটারে প্রযোজনা ‘ভানু সুন্দরী’। প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়। উৎসবে প্রতিদিন একজনকে নাট্যতীর্থ নাট্যবন্ধু সম্মাননা পদক ও দলীয় সর্বোচ্চ উপস্থিতি সম্মাননা পদক প্রদান করবে।
×