ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে আগ্রহী চীন

প্রকাশিত: ০৪:২৩, ২৯ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে আগ্রহী চীন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীন। সম্ভাব্যতা যাচাইসহ ৫ বছরের মধ্যে বন্দরনগরীতে মেট্রোরেল বাস্তবায়ন সম্ভব বলে অভিমত রেখেছে চীনের নির্মাণ প্রতিষ্ঠান সিনোহাইড্রো ব্যুরো এ্যান্ড কোম্পানি লিমিটেড। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বৈঠকে চীনের মেট্রোরেলের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত সিনোহাইড্রোর ম্যানেজার হোয়াং জিং। তিনি বলেন, চট্টগ্রামে মেট্রোরেল করা হলে যানজট নিরসন ও নগরীতে যোগাযোগ ব্যবস্থায় গতিশীলতা আসবে। চসিক মেয়র চীনা কোম্পানির প্রস্তাব ও আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি মেট্রোরেল প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য লিখিতভাবে তুলে ধরার অনুরোধ জানান। মেয়র বলেন, চূড়ান্ত পেলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চট্টগ্রামেও মেট্রোরেল প্রকল্প বিবেচনা করা হবে। চসিক সূত্রে জানা যায়, সিনোহাইড্রো ব্যুরো এ্যান্ড কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেছে। বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে সুনির্দিষ্ট প্রস্তাবের পর সরকারি পর্যায়ে বিষয়টি নিশ্চয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চসিকের সচিব আবুল হোসেন। প্রসঙ্গত, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন উন্নয়ন অংশীদার পর্যায়ে উপনীত হয়েছে। অতি সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে কর্ণফুলী টানেল, আনোয়ারায় চীনা ইকোনমিক জোন, কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র, মেরিন ড্রাইভসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে অন্তত দুই ডজন চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। চীনের আগ্রহ মূলত চট্টগ্রামকে ঘিরে। আনোয়ারায় ইকোনমিক জোন ছাড়াও বাঁশখালীতে বিদ্যুত কেন্দ্র এবং মীরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগ থাকছে। আনোয়ারার পাশাপাশি মীরসরাইতে আরও একটি শিল্প জোন গড়ে তুলতে চাই চীন। বাংলাদেশ সরকারও নানা উদ্যোগের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ককে অনেক উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।
×