ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুয়েটে আইকন এ্যাওয়ার্ড অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৫৯, ২৯ নভেম্বর ২০১৬

বুয়েটে আইকন এ্যাওয়ার্ড অনুষ্ঠিত

সম্প্রতি বুয়েট-আনোয়ার গ্রুপ সিভিল ইঞ্জিনিয়ার্স আইকন এ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো রাজধানীর বুয়েট অডিটোরিয়ামে। আনোয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী বুয়েট-আনোয়ার ইস্পাত ১ম বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিটের শেষ দিনে দুই শতাধিক দেশবরেণ্য সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক এবং পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ার্স আইকন এ্যাওয়ার্ড প্রদান করা হলো দুই কিংবদন্তি সিভিল ইঞ্জিনিয়ারকে। বুয়েটের প্রাক্তন ছাত্র বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার, এক সময়কার সর্বোচ্চ বিল্ডিং শিকাগোর সিয়ার্স টাওয়ারসহ অসংখ্য উঁচু ভবনের ডিজাইনার এফ.আর.খানকে মরণোত্তর এবং বর্তমান সময়ের কিংবদন্তি সিভিল ইঞ্জিনিয়ার জামিলুর রেজা চৌধুরীকে সিভিল ইঞ্জিনিয়ার্স আইকন এ্যাওয়ার্ড প্রদান করল সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, বুয়েট ও আনোয়ার গ্রুপ। অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ডঃ সাইফুল ইসলাম, আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বুয়েট-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ডঃ আব্দুল মুক্তাদির, সেসার চীফ মডারেটর ডঃ বদরুজ্জামান, গ্রুপ সিএইচআরও কাজী রাকিবউদ্দিন আহমেদ, আনোয়ার ইস্পাতের সিওও এসএম অনিকেত সেলিম, আনোয়ার সিমেন্টের সিওও ইব্রাহীম খলিল, এ-ওয়ান পলিমারের সিওও আবীর শওকত হায়াৎ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি পানি ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় টেংরাখালী-চরটেংরাখালী পানি ব্যবস্থাপনা প্রকল্পের দলিল হস্তান্তর ও নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সমিতির কার্যালয় প্রাঙ্গণে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পের সভাপতি কাজী সাঈদুজ্জামান সাঈদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর শওকাত আলী বাদশা এমপি। আরও বক্তব্য দেনÑ জেলা প্রসাশক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক (পিএসএসডাব্লিউআরএসপি) মোহা. নুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমুখ। দুর্যোগবিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্যোগ পরবর্তী মৃতদেহ উদ্ধার কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালা। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির উদ্যোগে সোমবার দিনব্যাপী এ কর্মশালা চলে শহরের কলাতলীর এক হোটেলের সম্মেলনকক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ অরদিন্দু শেখর রায়। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক রেড ক্রসের আঞ্চলিক সমন্বয়ক ড. জোস পাবলু বেরাইবার। এ কর্মশালায় অংশগ্রহণ করেন- সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও দমকলবাহিনীর সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক, সংবাদকর্মীসহ প্রকল্প বাস্তবায়নের কর্মককর্তাবৃন্দ।
×