ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্ট

বাবরের ব্যাটে ম্যাচে ফিরল পাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৮, ২৮ নভেম্বর ২০১৬

বাবরের ব্যাটে ম্যাচে ফিরল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৭১ রানের জবাবে এক পর্যায়ে ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। মনে হচ্ছিল হার ও সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হওয়াটা সময়ের ব্যাপার। ব্যাট হাতে কোণঠাসা সফরকারীদের রেসে ফেরালেন বাবর আজম (৯০*) ও সরফরাজ আহমেদ (৪১)। মূলত এই দু’জনের দৃঢ়তায় অলআউট হওয়ার আগে ২১৬ রানের সংগ্রহ পায় আজহার আলির দল। ৫৫ রানে এগিয়ে থেকে স্বাগতিক কিউইরা দ্বিতীয় ইনিংস শুরু করলেও বৃষ্টির কারণে আর একটিমাত্র বলই খেলা হয়েছে। আজ চতুর্থদিনে কেন উইলিয়ামসনদের ব্যাটিং, অথবা ক্রমাগত বাগড়া বাধানো আবহাওয়ার ওপরই ম্যাচের ভাগ্য নির্ভর করছে। ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে হেরে ১-০তে পিছিয়ে অতিথিরা। চার দফা বৃষ্টিতে প্রথমদিন খেলা হয়েছিল ২১ ওভার, দ্বিতীয়দিন আরেকটু বেশি, ২৯ ওভার। রবিবার তৃতীয়দিনে ৩৮ ওভার ১ বল। লাঞ্চের আগে ও পরে দুই দফা খেলা বন্ধ ছিল। সঙ্গীর অভাবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি বাবর আজমের। ৫ উইকেটে ৭৬ রান নিয়ে শুরু করা পাকিস্তানকে সরফরাজের সঙ্গে ৭৪ ও সোহেল খানের সঙ্গে ৬৭ রানের জুটিতে দুই শ’র কাছাকাছি নিয়ে যান তিনি। ৪৪ বলে ৭টি চারে ৪১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন সরফরাজ। ৪৭ বলে দুটি ছক্কা ও চারটি চারে ৩৭ রান করেন সোহেল। ক্যারিয়ার সেরা ৯০ রানে অপরাজিত থাকেন বাবর। তার ১৯৬ বলের ইনিংসটি গড়া ১০টি চারে। বৃষ্টির ফাঁকে ফাঁকে দারুণ বোলিংয়ে ২৪ রানের মধ্যে শেষ ৪ উইকেট তুলে নেয় কিউইরা। ৮০ রান দিয়ে সাউদি একাই নেন ৬ উইকেট। ২০০৮ সালের অভিষেক টেস্টের পর ঘরের মাটিতে ৫ উইকেট পেলেন এই পেসার। মোহাম্মদ আমিরের উইকেট তুলে নিয়ে সর্বোপরি ২০১৩ সালের পর ইনিংসে ৫ শিকার। শেষ ব্যাটসম্যান ইমরান খানকে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দিয়েছেন তিনিই। বৃষ্টির জন্য আগেভাগেই খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ১ বল করতে পারেন আমির। নিউজিল্যান্ডের কোন রান হয়নি, উইকেটও পড়েনি। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৭১/১০ (৮৩.৪ ওভার; রাভাল ৫৫, লাথাম ০, উইলিয়ামসন ১৩, টেইলর ৩৭, নিকোলস ১৩, গ্র্যান্ডহোম ৩৭, ওয়াটলিং ৪৯*, স্যান্টনার ১৬, সাউদি ২৯, হেনরি ১৫, ওয়াগনার ১; আমির ২/৫৯, সোহেল ৪/৯৯, ইমরান ৩/৫২, ওয়াহাব ১/৫৭, আজহার ০/৪) ও দ্বিতীয় ইনিংস ০/০ ( ০.১ ওভার; রাভাল ০*, লাথাম ০*; আমির ০/০)। পাকিস্তান প্রথম ইনিংস ২১৬/১০ (৬৭ ওভার; সামি ৫, আজহার ১, বাবর ৯০*, ইউনুস ২, শফিক ২৩, রিজওয়ান ০, সরফরাজ ৪১, সোহেল ৩৭, ওয়াহাব ০, আমির ৫, ইমরান ৬; সাউদি ৬/৮০, হেনরি ০/৩০, গ্র্যান্ডহোম ১/২৯, ওয়াগনার ৩/৫৯)। ** তৃতীয়দিন শেষে
×