ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নব্য জেএমবি জঙ্গী আলমগীরের বিরুদ্ধে দুই মামলার চার্জশীট গ্রহণ

প্রকাশিত: ০৫:২৭, ২৮ নভেম্বর ২০১৬

নব্য জেএমবি জঙ্গী আলমগীরের বিরুদ্ধে দুই মামলার চার্জশীট গ্রহণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে নব্য জেএমবি জঙ্গী আলমগীর হোসেনের (২৫) বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলার চার্জশীট গ্রহণ করে জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট গোপাল চন্দ্র রায়ের আদালতে নব্য জেএমবি জঙ্গী আলমগীর হোসেনকে (২৫) কড়া পুলিশ পাহারায় উপস্থিত করা হয়। মামলার দুটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ ২৪ নবেম্বর আদালতে চার্জশীট পেশ করেন। রবিবার মামলার ধার্য তারিখে দাখিলকৃত চার্জশীট দুটি বিচারক গ্রহণ করে বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২৬ জানুয়ারি। মামলার অভিযোগে প্রকাশ, ২ আগস্ট ভোরে নবাবগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের নুরুল হুদার পুত্র নব্য জেএমবি সদস্য আলমগীর হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশ তল্লাশি করে ছয়টি ককটেল, দুটি ছোরা, একটি চাপাতি এবং জিহাদী বইসহ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল। ঢাকার কল্যাণপুরে নিহত জেএমবি সদস্য আব্দুল্লাহ ও আলমগীর একই গ্রামের বাসিন্দা এবং জেএমবির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। আব্দুল্লাহর সহযোগী হিসেবে আলমগীর জেএমবির কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। জঙ্গী ভাগ্নে শহীদকে আদালতে হাজির ॥ আল-আমীন বীমা এ্যান্ড ইসলামিক ইন্স্যুরেন্সের আঞ্চলিক কর্মকর্তা মোস্তাকিম বিল্লা হত্যা মামলায় জেএমবির সুরা সদস্য ও সামরিক কমান্ডার ভাগ্নে শহীদকে (৩২) রবিবার পুলিশের কড়া পাহারায় আদালতের হাজির করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি তিন সাক্ষীকে আদালতে হাজির করতে বিচারক গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। রবিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর দায়িত্বে থাকা জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদের আদালতে মোস্তাকিম বিল্লা হত্যা মামলার বিচারের জন্য দিন ধার্য ছিল। চাঞ্চল্যকর এই মামলার বাদী নবাবগঞ্জের শকুনখোলা গ্রামের নিহত মোস্তাকিম বিল্লার মামা আব্দুল্লাহর জবানবন্দী গত ধার্য তারিখে গ্রহণ করা হয়। রবিবার ওই সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবী জেরা করেন। অন্য সাক্ষীরা সাক্ষ্য দিতে আদালতে না আসায় বিচারক আগামী ১৮ জানুয়ারি মামলার ২, ৩ ও ৪নং সাক্ষীকে আদালতে হাজির করতে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। জানা যায়, ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রাতে বিরামপুরের দুর্গাপুর এলাকায় রাস্তার পাশে আসামিরা গুলি করে মোস্তাকিম বিল্লাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা মোঃ আব্দুলাহ বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
×