ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৫৪, ২৮ নভেম্বর ২০১৬

কুষ্টিয়ায় হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

জস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৭ নবেম্বর ॥ পল্লী চিকিৎসক কামরুল ইসলাম কেতু অপহরণ ও হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারদ-াদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা আলমগীর হাসান এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের রিয়াদ আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া ও একই গ্রামের আলী মালিথার ছেলে কামরুল ইসলাম। উল্লেখ্য, ২০০৬ সালের ১৮ এপ্রিল বিকেলে দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের পল্লী চিকিৎসক কামরুল ইসলাম কেতু রোগীকে চিকিৎসা দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত হন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
×