ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ নভেম্বর ২০১৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিউবার এ মহান নেতার প্রতি শোক প্রকাশ করেন। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে বিশ্ব রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হবে তা কখনই পূর্ণ হবে না। তিনি বলেন, বিশ্বে শোষিত মানুষের অধিকার পুনরুদ্ধারে তার সংগ্রামী অবদান বিশ্বের মানুষ চিরকাল স্মরণ রাখবে। তিনি ক্যাস্ট্রোর বিদেহী আত্মার মুক্তি কামনা করেন এবং কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসসর। প্রধানমন্ত্রীর শোক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তা পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার সঙ্গে কিউবার এই নেতার সম্পর্কের কথা স্মরণ করেন। একাত্তরে ফিদেল ক্যাস্ট্রোর অবদান স্মরণ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও। এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের মানুষের কাছে ফিদেল ক্যাস্ট্রো চিরস্মরণীয় হয়ে থাকবেন। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা হিসেবেও ফিদেল ক্যাস্ট্রোকে স্মরণ করেন খালেদা। এছাড়া স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও মোস্তফা মোহসীন মন্টু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ন্যাপের কার্যকরি সভাপতি আমিনা আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে দলের পক্ষ থেকে ক্যাস্ট্রোর মৃত্যুতে আগামীকাল ২৮ নবেম্বর সারাদেশে ‘শোক দিবস’-এর কর্মসূচী ঘোষণা করা হয়েছে। ওই দিন ঢাকাসহ সারাদেশে শোকসভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এই দিন কেন্দ্রীয় অফিসসহ সারাদেশে সিপিবির অফিসগুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও ক্যাস্ট্রোর মৃত্যুতে ২৯ নবেম্বর পর্যন্ত শোক পালনের কর্মসূচী ঘোষণা করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টি পতাকা অর্ধনমিত রাখা হবে। আজ সকাল ১০টায় শহীদ আসাদ মিলনায়তনে ফিদেল ক্যাস্ট্রোর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে পার্টির শোক কর্মসূচী শুরু হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে ফিদেল ক্যাস্ট্রোর অকুণ্ঠ সমর্থনের জন্য বাঙালী জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের দেয়া শোক বিবৃতিতে এই কথা বলা হয়। পৃথক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি ফিদেল ক্যাস্ট্রো ও তার দলের অকুণ্ঠ সমর্থনের কথা বাংলাদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ফিদেল ক্যাস্ট্রো বিশ্বের নিপীড়িত, নির্যাতিত, মুক্তিকামী মানুষের মুক্তির লড়াইয়ে বেঁচে থাকবেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের মুক্তি সংগ্রামে অকুণ্ঠ সমর্থন দিয়ে ফিদেল আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত অনুরাগী ছিলেন ক্যাস্ট্রো। তিনি পৃথিবীর ভাগ্যাহত মানুষের উন্নত জীবনের জন্য স্বপ্ন দেখিয়েছেন। বাংলাদেশের পতাকাকে সমুন্নত করতে তিনি আন্তর্জাতিকভাবে আমাদের সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন। বাঙালী জাতি তা চিরদিন স্মরণ রাখবে’।
×