ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

প্রকাশিত: ০৩:৫০, ২৭ নভেম্বর ২০১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৬ নবেম্বর ॥ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-খুলনা মহসড়কের বিজয়পাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সদর উপজেলার হারিদাসপুর গ্রামের হাসিব মোল্লার স্ত্রী রুবী বেগম (৩০) ও তার ছেলে রিফাত মোল্লা (৬)। এ সময় হাসিব মোল্লাও গুরুতর আহত হন। তাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, গার্মেন্ট শ্রমিক হাসিব মোল্লা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে একটি মিনি ট্রাকে করে বাসাবাড়ির মালামালসহ তার গ্রামেরবাড়ি গোপালগঞ্জের হরিদাসপুরে আসছিলেন। ট্রাকটি ওই স্থানে পৌঁছলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবী বেগম ও রিফাত মোল্লার মৃত্যু ঘটে। রংপুরে দুই কাঠমিস্ত্রি নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, মিঠাপুকুরে দুই ট্রাকের সংঘর্ষে দুই কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বৈরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলি দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলী (৫০) ও বালুয়া মাসুমপুর ইউনিয়নের মুকিমপুর গ্রামের লিমন মিয়া (২০)। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ভোর ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের বৈরীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই একটি ট্রাককে বগুড়া থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের উপরে থাকা দুই কাঠমিস্ত্রি শাহজাহান ও লিমন ছিটকে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলে শাহজাহানের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিমন মারা যান। দিনাজপুরে কারচালক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বীরগঞ্জ উপজেলা শহরে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩০) নামে একজন প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আরিফ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট গ্রামের আবু জাফরের ছেলে। জানা গেছে, পঞ্চগড় জেলা সদর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি প্রাইভেটকার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপ-কারাগার সংলগ্ন শালবন চেকপোস্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে কারটির ধাক্কা লাগে। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয় জনতা আহত চালক আরিফ হোসেনকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×