ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক চার্জে তিন মাস

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ নভেম্বর ২০১৬

এক চার্জে তিন মাস

যারা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের অনেকেরই মাথাব্যথার কারণ হয় ফোনের ব্যাটারি। যাদের ফোন খুব বেশি মাত্রায় ব্যবহার হয় তাদের ফোনের চার্জও শেষ হয়ে যায় দ্রুত। চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দেয়ার সুযোগ সব সময় মেলে না। সেক্ষেত্রে পড়তে হয় বিপদে। যত এ্যাপ ব্যবহার করবেন, গেমস খেলবেন বা ইন্টারনেটে ব্যস্ত থাকবেন তত আপনার ফোনের ব্যাটারি ক্ষয় হতে থাকবে। অনেকে তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরেন যাতে মোক্ষম সময়ে মোবাইল মৃত ঘোষিত না হয় তার জন্য। কিন্তু এত কিছু করেও আসল সমস্যার কোন সমাধান মিলছে না। এবার মিলবে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি উপাদান আবিষ্কার করেছেন যার ব্যবহারে মাত্র একবার চার্জ করলে ৩ মাস আর মোবাইল চার্জ করার প্রয়োজন পড়বে না। এই উপাদানটিকে বলা হচ্ছে ম্যাগনেটো ইলেক্ট্রিক মাল্টিফেরোইক। এই উপাদান ব্যবহারের ফলে কম্পিউটার বা ল্যাপটপে ক্রমাগত বিদ্যুত সরবরাহ করার প্রয়োজন পড়বে না। মাঝেমধ্যে প্রয়োজন মতো বিদ্যুত সরবরাহ করে দেবে উপাদানটি। তার ফলেই সচল থাকবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ। শুধু মোবাইলই নয়, যে কোন নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ইলেক্ট্রনিক বস্তুতে যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয়, তবে সারা বিশ্বে বিদ্যুত খরচের মাত্রা কমে যাবে।-টেকট্রি
×