ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে মিট দ্য প্রেস

প্রবাসী বাংলাদেশীদের হয়রানির পদক্ষেপ নিলে মামলার হুমকি

প্রকাশিত: ০৮:৩৯, ২৫ নভেম্বর ২০১৬

প্রবাসী বাংলাদেশীদের হয়রানির পদক্ষেপ নিলে মামলার হুমকি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলকভাবে বাংলাদেশী প্রবাসীদের যদি হয়রানির পদক্ষেপ নেয়া হয় তাহলে ইউএস সুপ্রীমকোর্টে মামলার হুমকি দিলেন নবগঠিত কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাটর্নি মঈন চৌধুরী। বুধবার সন্ধ্যায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও ইউএস সুপ্রীমকোর্টের প্রখ্যাত এ্যাটর্নি মঈন চৌধুরী আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যা খুশী তাই করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সংবিধান ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষা করেছে। ট্রাম্প যা খুশি তাই করতে চাইলে সুপ্রীমকোর্ট অবশ্যই সংবিধানকেই সমুন্নত রাখবে এবং সে পথেই আমরা হাঁটার পরিকল্পনা করছি।’ দুদিন আগে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের অসাংবিধানিক ও ধর্মীয় বিদ্বেষমূলক পদক্ষেপকে আইনী লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিহত করার কথা বলেছেন। ‘তবে যারা অপরাধ করেছেন এবং একই সঙ্গে যাদের অভিবাসনের বৈধতা নেই তাদের ব্যাপারে কিছুই করার নেই। প্রেসিডেন্ট ওবামাও গত ৮ বছরে এ ধরনের ৮ লক্ষাধিক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দিয়েছেন’ উল্লেখ করেন এ্যাটর্নি মঈন।
×