ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদে ৫ বিভাগে প্রার্থী চূড়ান্ত ;###;চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী বাছাইয়ে আজ ফের বৈঠক

আইভীর পক্ষে একযোগে কাজ করুন ॥ নেতা কর্মীদের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৭, ২৫ নভেম্বর ২০১৬

আইভীর পক্ষে একযোগে কাজ করুন ॥ নেতা কর্মীদের প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নারায়ণগঞ্জের দলীয় নেতাকর্মীদের প্রতি আবারও নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়ে বলেন, আমি চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করুক। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বৈঠকে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হয়। তিন স্তরের জরিপ আর তৃণমূলের প্রস্তাব বিশ্লেষণ করে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর এই ৫ বিভাগের জেলাগুলোতে দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বাকি চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলা পরিষদে দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করতে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় আবারও গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিতদের নাম ঘোষণা করা হবে। জানা গেছে, ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য আবেদন করেছেন ৮ শতাধিক নেতা। এ কারণে দল সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে রীতিমতো হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। প্রতিটি জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান, সদস্য পদে ১৫ জন এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্য পদে দল সমর্থিত একক প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ। সূত্র জানায়, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের কার কী অবস্থান তা জানতে একাধিক সমীক্ষা চালিয়েছেন। এসব সমীক্ষার প্রতিবেদন তার হাতে আছে। এসব রিপোর্টের ভিত্তিতে জনপ্রিয় ও যোগ্য নেতাদের সমর্থন দিচ্ছে আওয়ামী লীগ। এছাড়া বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিমসহ বোর্ডের ১৯ সদস্যের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এবারই প্রথম জেলা পরিষদ নির্বাচনে ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা। তাদের ভোটে ১ জন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত ৫ জন নারী সদস্য নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৮ ডিসেম্বর। মনোনয়ন জমা দেয়ার শেষ সময়সীমা ১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
×