ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মাসুদ রানা

ফ্যাশনে চিরন্তন সালোয়ার কামিজ

প্রকাশিত: ০৫:১৪, ২৫ নভেম্বর ২০১৬

ফ্যাশনে চিরন্তন সালোয়ার কামিজ

বাঙালী নারী! তোমাতে হারিয়ে জেতে চাই এক গোধুলিমায়ায়, যদি কিনা পাশে রাখ আমায়। বাঙালী নারী যেমন রূপে মুগ্ধ করে সঙ্গে মুগ্ধ করেছে তার পোশাকের ধরন। সব পোশাকের ভিতর একটি পোশাকই নারীর অস্তিত্বের সঙ্গে যায়। যেন সেই অস্তিত্বকে টিকিয়ে রাখতে সেই পোশাকের কদর এখনও নারীর হৃদয়জুড়ে। আর তা হলো সালোয়ার কামিজ। যদি বলি নারী তোমার শুভ্র মায়ার জন্য কাকে দায়ী করবে? নারী বলবে আমার পোশাক, আর সেই পোশাকের নাম হলো সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ আর ওড়না নারীকে করে একেবারে অনন্য। নারীর জন্য সালোয়ার কামিজ হলো এক স্বপ্নময় ভাবনা। গোধূলি সন্ধ্যায় নিজেকে হারিয়ে ফেলা যেমন সহজ তেমনি সালোয়ার কামিজে নারীর অহংকারকে বাড়িয়ে তোলাও সহজ। অনেক কাল আগে থেকেই কেন জানি শাড়ির পাশাপাশি নারীদের এক চাহিদার নাম সালোয়ার কামিজ। কি আছে এই সালোয়ার কামিজে? সত্যিই আছে মনে হয় এক জাদু। না হলে কেন এখনও এই পোশাক গর্বিত করে এই নারীকে। সালোয়ার কামিজের সঙ্গে ওড়না ম্যাচিং করে নারী পায় এক অনবদ্য রূপ। আর সব কিছুই হতে হবে ম্যাচিং করে। এমনকি পায়ের জুতাও। রাজধানীর আজিজ সুপার মার্কেটের বিসর্গ ফ্যাশন হাউসে গিয়ে যানা গেল আগের সালোয়ার কামিজের চাহিদা এখনও রয়েই গেছে শুধুমাত্র আধুনিকতার এক নতুন ছোঁয়া যোগ হয়েছে এর সঙ্গে। নতুন নতুন নামে আছে এসব সালোয়ার কামিজ। আর ফ্যাশন প্রিয়রা অনেকেই গ্রহণ করছে এসব পোশাক। তারা আরও জানান, বর্তমানে পাজামার ক্ষেত্রে ন্যারো পাজামা যেমন চলছে তেমনি চলছে ঢোলা পাজামাও। পরতে আরাম দেখে এসব পাজামার চাহিদা অনেক বেশি। আবার সালোয়ার কামিজে যুক্ত হয়েছে শার্ট। আর শীতের ছোঁয়ায় আবার এসবের সঙ্গে যুক্ত হয়েছে হুডিও। বলা যেতেই পারে এক ঢিলে দুই পাখি। লেডিসে শার্টের এই ফ্যাশন সবাইকে অনেক টানে। সালোয়ার কামিজের ট্রেন্ডটা লক্ষ্য করলে আরেকটা পাওয়া যায় তা হলো কুর্তি। আবার লং টাইপের গোল কামিজের চাহিদাও অনেক। এদিকে বিসর্গ ফ্যাশনের স্বত্বাধিকার জানান বর্তমানে প্লাজোর চাহিদা এখন অনেক বেশি। যা কিনা সালোয়ার কামিজ এর ট্রেন্ডে এনেছে এক বিশাল পরিবর্তন। তবে সালোয়ার কামিজের সঙ্গে শার্টের অনবদ্য ম্যাচিং এ ঢোলা পাজামার ওপর ফ্যাশন প্রেমীদের নজর অনেক বেশি। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাই সিম্পল পোশাকগুলোই বেশি খুঁজছেন। এখন আর আগের মতো উজ্জ্বল রঙের চাহিদা নেই বাজারে। এখন সবাই খুঁজছেন হালকা রং, প্রিন্ট বা হাত এর কাজ। কামিজের সঙ্গে বর্তমানে নতুনভাবে যুক্ত হয়েছে কোটি। যা ভালো লাগা তৈরিতে আরও একধাপ এগিয়ে দেই। তবে সব কিছুর মূল সালোয়ার কামিজ। শুধু যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হচ্ছে বাহারী সব ডিজাইন। আবার রঙের বেলায় ফ্যাশন প্রেমীরা ঝুঁকছেন হালকা ব্লু, পিংক কিংবা পারপেল কালারের দিকে। হালকা কাজ করা ওড়নাও চলছে ভালই তবে ওড়নার ক্ষেত্রে রঙ টাই যেন বেশিই খেয়াল রাখতে হয়। পোশাকের এ সব বাহারী সাঝের মাঝেও দামটাও হাতের মধ্যেই। শাহবাগের আজিজ সুপার মার্কেটে খুব সহজেই সিংগেল কামিজ ৮০০ থেকে পাবেন ১২০০ বা ১৩০০ টাকায়। আবার সালোয়ার ৩৫০ টাকা থেকে শুরু হয়েছে। বিভিন্ন ডিজাইনের ঢোলা পাজামা ১০৫০ থেকে পাবেন। বাহারি সব ওড়না পাবেন ৩০০ টাকা থেকে। রাজধানীর গাউসিয়া সুপার মার্কেটেও একই দামে পাওয়া যাবে সালোয়ার কামিজ। আর যদি একটু বেশি দামে কিনতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে আড়ং কিংবা অঞ্জনসের আউটলেটগুলোতে। এছাড়া বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের রয়েছে সালোয়ার কামিজের নামী-দামী সব দোকান। এখানে আরও পাশাপাশি কম টাকাই পাবেন আইস বাইং জা কিনা নারীদের চাওয়ার আরেক অংশ। নারীর পোশাক মানেই সালোয়ার কামিজ। যা কিনা তার রূপের হাতিয়ার।
×