ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলাচলে বিধিনিষেধ

মাওনায় ২৯ নবেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত গোলাবারুদ ধ্বংস করা হবে

প্রকাশিত: ০৫:০০, ২৫ নভেম্বর ২০১৬

মাওনায় ২৯ নবেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত গোলাবারুদ ধ্বংস করা হবে

গাজীপুরে শ্রীপুর থানার মাওনা এলাকার বারতোপা গ্রামে সেন্ট্রাল এ্যামিউনিশন ডেপো (সিএডি) গ্রাউন্ডে আগামী ২৯ নবেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে। এলাকাটি ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা বাজার পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। নির্ধারিত তারিখে প্রতিদিন সকাল সাতটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রম চলাকালীন ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পার্শ্বে চার কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপজ্জনক। -আইএসপিআর শখের বশে... ইন্দোনেশিয়ায় বড়শি দিয়ে মাছ শিকার খুই জনপ্রিয়। মানুষ সময় পেলেই দল বেঁধে মাছ শিকারে বেরিয়ে পড়ে। বুধবার রাজধানী জাকার্তার এক পুকুরে শৌখিন মাছ শিকারিরা মাছ ধরে শখ মেটায় -এএফপি অটোরিক্সা যখন ক্যানভাস এবার আস্ত একটা অটোরিক্সাকে ক্যানভাস বানিয়ে ছবি আঁকল এক চিত্রকর। ভারতের ব্যাঙ্গালুরুর আর্ট কলেজের এক ছাত্র এই অভিনব কাজ করেছে। এক্ষেত্রে তাকে সহায়তা করেছেন পোল্যান্ডের এক চিত্রশিল্পী। ছবিটি দেশটিতে দারুণ সাড়া ফেলেছে -এএফপি।
×