ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় অভিবাসন সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:২৬, ২৪ নভেম্বর ২০১৬

ঢাকায় অভিবাসন সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ বিশ্বজুড়ে নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে আগামী ১০-১২ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সম্মেলন হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশের ২০ মন্ত্রীসহ ৫ শতাধিক প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দেবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হক এসব তথ্য জানান। অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বৈশ্বিক ফোরাম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (জিএমএফডি) ঢাকায় এ সম্মেলনের আয়োজন করছে। চলছে জিএমএফডির শীর্ষ সম্মেলন আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান, আগামী ১০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রেডার, গ্লোবাল মাইগ্রেশন গ্রুপের চেয়ার লক্ষীপুরী, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম লেসে সুইং। সম্মেলনের দ্বিতীয় দিন ১১ ডিসেম্বর অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে ৬টি গোলটেবিল বৈঠক হবে। এছাড়া একটি প্লেনারি অধিবেশনের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্র সচিব শহীদুল হক প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন। অভিবাসন সম্মেলনের শেষ দিনে একটি বিশেষ অধিবেশন, একটি প্লেনারি অধিবেশন ও সমাপনী অধিবেশন হবে। সমাপনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হক বক্তব্য রাখবেন।
×