ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী কমিটি করায় কুপিয়ে দুজনের হাত-পা বিচ্ছিন্ন করে দিল সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৫:৩৭, ২৪ নভেম্বর ২০১৬

মাদকবিরোধী কমিটি করায় কুপিয়ে দুজনের হাত-পা বিচ্ছিন্ন করে দিল সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৩ নবেম্বর ॥ সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটি করায় দুইজনকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি মারধরে আহত হয়েছে আরও অন্তত ১০ জন। বুধবার সকালে টঙ্গীর খরতৈল পশ্চিমপাড়া সুখীনগরে এ ঘটনা ঘটে। ফিল্মি স্টাইলে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে বাঁচতে এলাকাবাসী দৌড়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা স্থানীয় চা দোকানি আবুল কাশেমের (৪৬) বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অপর চা দোকানি মোর্শেদ আলমের (২৬) ডান পা হাঁটুর নিচ থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয় তারা। গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি হানিফুর রহমান (৩৫) সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে এলে তাকেও উপর্যুপরি কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আতঙ্ককর এ পরিস্থিতিতে লোকজন দিগি¦দিক পালিয়ে নিজেদের রক্ষা করে। জানা গেছে, পাঁচটি মোটরসাইকেলে ১০/১৫ সন্ত্রাসী ফাটা মনিরের নেতৃত্বে ওই এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার এবং সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটি যারা করেছে তাদের শায়েস্তা করতে মহড়া দিতে থাকে। এরই একপর্যায়ে সন্ত্রাসী দলটি দোকানপাট, রাস্তাঘাটে এলোপাতাড়ি মানুষজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এরই একপর্যায়ে সন্ত্রাসীরা দুজনের হাত-পা বিচ্ছিন্ন করে ফেলে। আহতদের চিৎকারে স্থানীয় ছাত্রলীগ নেতা হানিফুর রহমান ঘটনাস্থলে ছুটে এলে তাকেও কোপায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ঘণ্টাখানেক খরতৈল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। কেউ তাদের প্রতিরোধ করতে সাহস পায়নি। সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় হুমকি দিয়ে যায়, পরবর্তীতে সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটির নামে কেউ কোন কথা বললে তাদেরও এমন অবস্থা করা হবে। হাত-পা বিচ্ছিন্ন গুরুতর আহত তিনজনসহ আরও ১০ জনকে টঙ্গী ও ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান জানান, ইদানীং এলাকায় মাদক ব্যবসা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তারা সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্যে দুই মাস আগে একটি প্রতিরোধ কমিটি গঠন করেন। আবুল হোসেনকে সভাপতি ও আসিফ ইকবালকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়। একই উদ্দেশে দুই বছর আগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী মিয়াকে সভাপতি ও দেলোয়ার হোসেন ঢালীকে সাধারণ সম্পাদক করে মাদক ও সন্ত্রাসবিরোধী আরও একটি কমিটি গঠন করা হয়েছিল। উভয় কমিটি বর্তমানে সম্মিলিতভাবে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধের ঘোষণা দেয়। এর জের ধরে টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী ‘ফাটা মনির’র নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার এবং জনমনে ভীতি সঞ্চার করতে দলবল নিয়ে বুধবার সকালে শক্তি প্রদর্শন করতে এসে এ জঘন্য ঘটনা ঘটায়। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, টঙ্গীর খরতৈল এলাকায় সন্ত্রাসীরা একটি নৃশংস ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
×