ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ নভেম্বর ২০১৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক দুর্র্ঘটনায় এক ব্যবসায়ীসহ দু’জন নিহত হয়েছেন। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশের একটি মার্কেট থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েক প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, রাজধানীর শাহআলীর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ট্রাকচাপায় কামরুল ইবনে মঞ্জুর শুভ (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাবার নাম মঞ্জুরুল হক চুন্নু। তিনি দারুস সালাম মাজার রোডের দ্বিতীয় কলোনিতে সপরিবারে থাকতেন। শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ জানান, সোমবার রাত ১টার দিকে শাহআলী মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে ব্যবসায়ী শুভ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তার মেটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তার মোটরসাইকেলের পেছনে বসা আরেকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। এসআই খোকন জানান, মঙ্গলবার সকালে পুলিশ সেই ক্লিনিক থেকে শুভর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। দুপুরে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ ইউসুফ আলী জানান, সোমবার মধ্যরাতে যে কোন সময় বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে চেক লুঙ্গি ও নীল হাফ গেঞ্জি ছিল। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান এসআই ইউসুফ আলী। বিপুল পরিমাণ নকল ওষুধ ॥ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশের একটি মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার ৩৫ নম্বর মিটফোর্ড রোডের স্বাদ গোল্ডেন টাওয়ারের সপ্তম তলায় অভিযান চালায়। সেখানে ভেজাল ওষুধ বিরোধী অভিযান টের পেয়ে পালানোর সময় মোঃ মাসুদুল আলম (৬০) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদুল আলম জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তার নিজ বাসায় নকল ও ভেজাল ওষুধ মজুদ করে এগুলো বাজারজাত করার সঙ্গে জড়িত। পরে তার দেয়া তথ্য মতে, মজুদকৃত নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের অনুমানিক মূল্য দশ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে মাসুদুল আরও জানায়, তার এই নকল ও ভেজাল ওষুধ ব্যবসার সাথে আরও ১০/১২ জন জড়িত রয়েছে। এই সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ী চক্র পরস্পর যোগসাজশে বিভিন্ন প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্র্যান্ডের ওষুধ নকল ও বাজারজাত করণ চক্রের মূল হোতা। র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদ জানান, পরবর্তীতে ওই মার্কেটে অনুমোদনবিহীন ওষুধ বিক্রি করার অপরাধে ড্রাগ এ্যাক্ট-১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক মেসার্স আহসান ড্রাগ স্টোর, আকমল খান রোড, আলী মেডিসিন মার্কেট, বাবু বাজার নামে চার প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স দুলালী মেডিসিন মার্কেটের তৃতীয় তলায় ওষুধ গোডাউনের মালিক জুয়েল হোসেন(৪১), ৫ম ও ২য় তলায় গোডাউনের মালিক ফিরোজ ভুঁইয়া এবং ৫ম তলায় ও ৩য় গোডাউনের মালিক আরিফুর রহামানসহ প্রত্যেককে তিন লাখ টাকা করে ১২ লাখ টাকা জরিমানা জরিমানা করা হয়। এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক এটিএম গোলাম কিবরিয়া খান উপস্থিত ছিলেন।
×