ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভ্যাকসিন সঙ্কট

প্রকাশিত: ০৪:২৩, ২৩ নভেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ে ভ্যাকসিন সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ নবেম্বর ॥ ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন কুকুর কামড়ানো রোগী আসছে। কোন কোন মাসে আসছে তিন শতাধিক রোগী। অথচ প্রায়ই এই হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায় না। জেলার জন্য মাঝে মধ্যে ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিন পাওয়া যায় ৫০টি করে। প্রতিটি উপজেলায় সিভিল সার্জন অফিস থেকেই ভ্যাকসিন সরবরাহ করার কথা। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবীর এই তথ্য জানান। সিভিল সার্জন জানান, নবেম্বর মাসের ১২ তারিখ থেকে এখানে কোন ভ্যাকসিন ছিল না। ২০ নবেম্বর অনেক চেষ্টা করে ৫০টি এ্যাম্পুল আনা সম্ভব হয়েছে। সদর হাসপাতালে ৭০ কিলোমিটার দূরবর্তী হরিপুর উপজেলাসহ দূর দূরান্ত থেকে কুকুর কামড়ানো রোগী আসেন। কোন কোন সময় একদিনেই কুকুর কামড়ানো প্রায় একশ রোগী আসে এখানে। কিন্তু চাহিদার তুলনায় ভ্যাকসিনের সরবরাহ অত্যন্ত কম। গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে জেলায় ১৫ রোগী জলাতঙ্ক রোগে মৃত্যুবরণ করেছে। ডিমলায় ভাড়া করা শিক্ষার্থী দিয়ে পিএসসি পরীক্ষা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রাথমিক সমাপনী পরীক্ষায় সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর ভাড়া করা শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা দেয়ায় ডিমলা উপজেলার সুন্দরখাতা স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের পরীক্ষায় ওই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নে নিজ সুন্দরখাতা পশ্চিমপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নামের একটি স্কুল থেকে চারজন সমাপনী পরীক্ষায় অংশ নেয়। স্কুলটিতে পঞ্চম শ্রেণীর কোন ছাত্রছাত্রী না থাকায় এবং বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় ছাত্রছাত্রী অংশ নিয়েছে, এমনটা দেখাতে সপ্তম ও ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে এমন চার শিক্ষার্থীকে ভাড়া করে পরীক্ষায় অংশ নেয়ার ব্যবস্থা করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারকে অবগত করে একটি পক্ষ। ঘটনার সত্যতা পেয়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিস্কৃতরা হলো সুন্দরখাতা স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র মমিন ইসলাম (রোল নম্বর ১৩২৭), আরিফুল ইসলাম (রোল নম্বর ১৩২৮), তারিফ হোসেন (রোল নম্বর ১৩২৯) ও খগাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তইবুল ইসলাম (রোল ১৩৩০)। এআইইউবিতে সিএস ফেস্ট শুরু আমেরিকান ইন্টারন্যাশনাল ভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সাইন্স বিভাগের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবার তিনদিনব্যাপী সিএস ফেস্ট উদযাপিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান নাদিয়া ২২শে নবেম্বর এআইইউবি-এর কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ভবন প্রাঙ্গণে সিএস ফেস্ট উদ্বোধন করেন। এছাড়াও শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য বিষয়ভিত্তিক কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়। উৎসবের শেষ পর্বে ২৪ নবেম্ববর এআইইউবি অডিটোরিয়ামে প্রতিযোগিতার মাধ্যেমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিচারকদের ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। -বিজ্ঞপ্তি
×