ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধনীদের তালিকায় সবার ওপরে রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২০, ২২ নভেম্বর ২০১৬

ধনীদের তালিকায় সবার ওপরে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে গোল.কম। মূলত প্রাপ্ত বেতন এবং অনুমোদিত চুক্তির ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করেছে তারা। যেখানে ধনী ফুটবলার হিসেবে সবার ওপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সিলোনার দুই সতীর্থ লিওনেল মেসি ও নেইমার আছেন যথাক্রমে দুই ও তিন নাম্বারে। চার ও পাঁচে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই স্ট্রাইকার জ¬াতান ইব্রাহিমোভিচ আর ওয়েইন রুনি। এরপর আছেন যথাক্রমে রিকার্ডো কাকা, স্যামুয়েল ইতো, রাউল গঞ্জালেজ, রোনাল্ডিনহো এবং ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই ধনী ফুটবলারের তালিকায় সিআর সেভেনের শীর্ষে থাকাটা মোটেই বিস্ময়ের কিছু নয়। সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। যেখান থেকে তার বার্ষিক আয় ১৮.২ মিলিয়ন ইউরো। এছাড়া ক্লাবের বোনাস তো রয়েছেই। এ মাসের শুরুতেই আবার নাইকের সাথে আজীবনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর ফলেই তার মোট সম্পত্তির পরিমাণ ২৩০ মিলিয়ন ডলার। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরই অবস্থান লিওনেল মেসির। আধুনিক ফুটবলের জাদুকর হিসেবে খ্যাত লিওনেল মেসির আয় ২১৮ মিলিয়ন ডলার। যার ৫০ মিলিয়ন ডলারই আসে বার্সিলোনা থেকে। এছাড়া এডিডাস, স্যামসাং, জিলেটের মতো অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে তার। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পাঁচবার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। যেখানে টানা চারবার জয়ের কীর্তিও তার দখলে। মেসিরই ক্লাব সতীর্থ নেইমার আছে তৃতীয় স্থানে। যার আয় ১৪৮ মিলিয়ন ডলার। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নেইমার। অসাধারণ কৌশলগত দক্ষতা, মাঠের পারফরর্মেন্স তাকে ফুটবলের অন্যতম সেরাদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় জ¬াতান ইব্রাহিমোভিচের। ফ্রেঞ্চ লীগ ওয়ান ছেড়ে চলতি মৌসুমেই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। ক্লাব থেকে পাওনা টাকা ছাড়াও তার অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে। যেখান থেকে বিপুল পরিমাণ অর্থ আসে সুইডিশ স্ট্রাইকারের। গোল.কমের হিসেব অনুযায়ী তার প্রাপ্ত অর্থমূল্যের পরিমাণ ১১৪ মিলিয়ন ডলার। যেখানে ১১২ মিলিয়ন ডলার নিয়ে তার পরেই রয়েছেন রেড ডেভিলদের অধিনায়ক ওয়েইন রুনি। তিনি শুধু ম্যানচেস্টার ইউনাইটেডেরই নন বরং ইংল্যান্ডেরও জাতীয় দলের অধিনায়ক। মাঠের পারফর্মেন্সে কাকাকে অবশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সর্বোচ্চ ধনী ফুটবলারের তালিকায় তার অবস্থান ষষ্ঠ। রিয়াল মাদ্রিদ-এসি মিলানে খেলা এই ব্রাজিলিয়ানের মূল সম্পদের পরিমাণ হলো ১০৮ মিলিয়ন ডলার। কাকার পরেই রয়েছেন স্যামুয়েল ইতো। তার মোট আয় ৯৮ মিলিয়ন ডলার। একসময় বার্সিলোনা থেকে বছরে ১০ মিলিয়ন ইউরো এবং চেলসি থেকে ৫ মিলিয়ন ইউরো অর্থ উপার্জন করতেন তিনি। তবে বর্তমানে তার মূল অর্থের অর্ধেক পরিমাণই পাচ্ছেন আঞ্জি মাখাচাকালা থেকে। রিয়াল মাদ্রিদে বছরে ৭ মিলিয়ন ইউরো উপার্জন করতেন রাউল গঞ্জালেজ। তবে তা প্রায় অর্ধযুগ আগের কথা। কিন্তু তার সেই প্রভাব অবশ্য ব্যাংক এ্যাকাউন্টে খুব একটা পড়েনি রাউলের। গত বছরও নিউইয়র্ক কসমসে খেলা এই স্প্যানিশ কিংবদন্তির মোট আয় ৯৫ মিলিয়ন ডলার। তারপর নয় নাম্বারে আছেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। গোল.কমের পরিসংখ্যান অনুযায়ী সাবেক বার্সিলোনার এই তারকা ফুটবলারের মোট আয় ৯৩ মিলিয়ন ডলার। ১০ নাম্বারে থাকা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মোট সম্পদের পরিমাণ ৯০ মিলিয়ন ডলার। সাবেক চেলসির এই তারকা ফুটবলার বর্তমানে খেলছেন নিউইয়র্কের জার্সিতে।
×