ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় হীরা

প্রকাশিত: ০৫:৫৮, ২২ নভেম্বর ২০১৬

সবচেয়ে বড় হীরা

হীরার নাম ‘ফক্স ফায়ার’। আর এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় হীরা এটিই এ দাবি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের। বিশ্ববিদ্যালয়ের গবেষকারা জানিয়েছেন পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া সবচাইতে বড় আনকাট হীরা ‘ফক্স ফায়ার’। এটির ওজন ১৮৭ ক্যারট বা এক দশমিক তিন আউন্স। গত বছর কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে এ হীরাটি পাওয়া যায়। বিশালায়তনের এ হীরা পাওয়ার আগে ওই এলাকায় কেবল ছোট হীরা পাওয়া যায় এমন ধারণা করা হতো। হীরাটির আবিষ্কারের কাহিনীও বিস্ময়কর। খনিতে সাধারণত এই আকারের পাথর পাওয়ার পর সাধারণত তা খনি থেকে পাথর বা নুড়ি সরানোর যন্ত্রে ভেঙ্গে যায়। কিন্তু এই হীরাটি নষ্ট হয়ে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল কেবল সময়মতো এক কর্মীর চোখে পড়ার কারণে। তিনি সময়মতো পাথর ভাঙ্গার মেশিনটি বন্ধ করে দেয়ার কারণে হীরাটি রক্ষা পেয়েছিল। এরপর হীরাটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের কাছে সংরক্ষিত ছিল। খুব শীঘ্রই এ হীরাটির প্রদর্শনী হবে। ফক্স নিউজ অবলম্বনে
×