ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনোভেশন এ্যাওয়ার্ড পেলেন আধার

প্রকাশিত: ০৪:০২, ২১ নভেম্বর ২০১৬

ইনোভেশন এ্যাওয়ার্ড  পেলেন আধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২০ নবেম্বর ॥ ময়মনসিংহ বিভাগে সেরা জনবান্ধব ফেসবুক ব্যবহারকারী হিসেবে বিভাগীয় ইনোভেশন এ্যাওয়ার্ড-২০১৬ পেয়েছেন শেরপুর প্রেসক্লাব সভাপতি, দৈনিক জনকণ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম আধার। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠান শেষে ওই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম। বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওই সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোজাম্মেল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম, জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান ও নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি এ্যাডভাইজার (আইসিটি) মানিক মাহমুদ, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামসহ ৪ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি কর্মকর্তা, অনলাইন এ্যাকটিভিস্ট ও সংশ্লিষ্ট বিষয়ের উদ্ভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে ১৪ জনকে ওই সম্মাননা দেয়া হয়।
×