ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশাল নখ

প্রকাশিত: ০৫:৫৮, ২০ নভেম্বর ২০১৬

বিশাল নখ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক নারী দুই দশকের বেশি সময় ধরে তার নখ কাটেন না। নখগুলো বেড়েই চলেছে। তার ধারণা, এগুলো একদিন বিশ্বের সবচেয়ে বড় নখে পরিণত হবে। ২৩ বছর আগে বিল ক্লিনটন যেদিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেদিন থেকে সেলুনের মালিক ইয়ানি উইলিয়ামস তার নখ বড় করতে শুরু করেন। তিনি একাজে তার বন্ধুদের কাছ থেকে উৎসাহ পান। তবে তার আকাক্সক্ষা, তিনি নাতি-নাতনিদের জন্য ব্যতিক্রম কিছু অর্জনের বার্তা দিতে চান। উইলিয়ামসের প্রতিটি নখ ২৬ থেকে সাড়ে ২৬ ইঞ্চি দীর্ঘ। উইলিয়ামস তার পায়ের নখও বড় করে চলেছেন। তবে এক্ষেত্রে রেকর্ড গড়ার কোন ইচ্ছা তার নেই। তিনি ফ্রাঞ্চাইজিং কোম্পানি ‘রিপলাইস বিলিভ ইট অর নট’-এর সঙ্গে ভ্রমণ করেছেন। তবে তার প্রাথমিক লক্ষ্য হলো- তার মতো যারা নখ রাখার চেষ্টা করছে তাদের উৎসাহ দেয়া। উইলিয়ামস বলেন, ‘আমার নখ আমার পরিচয় তুলে ধরে না।’ তিনি আরও বলেন, ‘অনেক মানুষ তাদের ব্যতিক্রমধর্মী জীবনযাপন এবং অন্যদের চেয়ে ভিন্ন ধরনের হওয়ার কারণে লোকচক্ষুর আড়ালে থাকছে। যদি আপনারা আমার নখ না দেখতেন, তাহলে আপনারা আমাকে অন্যদের মতোই স্বাভাবিক মনে করতেন। কিন্তু এখন আমি আমার নখ আপনাদের সামনে তুলে ধরছি।’ উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় নখের অধিকারী (নারী) ছিলেন যুক্তরাষ্ট্রের লি রেডমন্ড। তিনি ১৯৭৯ সাল থেকে তার নখ বড় করতে শুরু করেন এবং ২০০৮ সালে রেকর্ড গড়েন। তার দশটি হাতের আঙ্গুলের নখগুলোর মোট দৈর্ঘ্য ছিল ২৮ ফুট ৪ দশমিক ৫ ইঞ্চি। ২০০৯ সালে এক দুর্ঘটনায় লির ওই নখ ক্ষতিগ্রস্ত হয়। -ইউপিআই
×