ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ইতালীয় শিল্পী তারশিতোর শিল্পকর্ম প্রদর্শনী জাদুঘরে

প্রকাশিত: ০৫:৫৪, ২০ নভেম্বর ২০১৬

ইতালীয় শিল্পী তারশিতোর শিল্পকর্ম প্রদর্শনী জাদুঘরে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালীয় শিল্পী ও স্থপতি অধ্যাপক নিকোলা স্ট্রিপলি, যিনি তারশিতো নামে সমধিক পরিচিত। প্রখ্যাত এ শিল্পীর একক প্রদর্শনী শুরু হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শনিবার। ভাষার বাধা উপেক্ষা করে বাংলাদেশী কারুশিল্পীদের এমব্রয়ডারিসহ লোকজ শিল্পকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে ইউরোপ এবং এশিয়ার শিল্পবোধকে একীভূত করেছেন ইতালীয় শিল্পী তারশিতো। ক্ষুদ্রচিত্র, নকশি, ঢেউ খেলানো মাদুর ও গালিচা, মাটির প্রতিকৃতি প্রভৃতি তৈরিতে যোগ করেছেন নতুন মাত্রা। শিল্পী এসব শিল্পকর্মে প্রাচ্য ও প্রতীচ্য, আধুনিকতা ও ঐতিহ্যকে একই সঙ্গে লালন করেছেন। ইতালীয় এ শিল্পীর সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচয় করানোর জন্য শিল্পীর একক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘর। এদিন সকালে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইতালীয় দূতাবাসের রাষ্ট্রদূত মারিও পালমা। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের শিল্পবোধকে উপলব্ধি করে তারশিতো যে নতুন ধারার শিল্প তৈরি করেছেন, সেটি তারশিতোকে অন্যদের থেকে আলাদা করেছে। এ কাজ দেখে সবাই মুগ্ধ হবে বলে আমার বিশ্বাস। ইতালি ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ফল এ প্রদর্শনী। মারিও পালমা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের মানুষ একজন ইতালীয় শিল্পীকে গভীরভাবে জানার সুযোগ পাবে। তিনি বক্তৃতায় লালনের গানের প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন, এ দেশের সংস্কৃতি খুব সমৃদ্ধ। লালনের অসাধারণ গানে মানবতার বাণী প্রকাশ হয়েছে। এখানকার সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে লালনের গান শুনতে কুষ্টিয়ায় গিয়েছিলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে শিল্পী ছাড়াও বক্তৃতা দেন মায়া রিজভী ও তটিনী সাহা। প্রদর্শনী চলবে আগামী ৩০ নবেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার বন্ধ থাকবে। আলিয়ঁসে শুরু হলো ‘সময়ের ছাপ’ চিত্র প্রদর্শনী ॥ আলিয়ঁস ফ্রঁসেসের লা ও জুম গ্যালারিতে শুরু হলো শিল্পী মোঃ আবদুল গাফ্ফার বাবুর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ‘সময়ের ছাপ’। শনিবার সন্ধ্যায় ৯ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও অধ্যাপক শিশির ভট্টাচার্য। প্রদর্শনীটি চলবে ২৯ নবেম্বর পর্যন্ত এবং সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
×