ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

ইশহাত হুসাইন টাটার নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:২১, ২০ নভেম্বর ২০১৬

ইশহাত হুসাইন টাটার নতুন চেয়ারম্যান

টাটা শিল্প গোষ্ঠী কেবল ভারতে নয় সারা বিশ্বেই একটি অভিজাত ও সম্মানিত শিল্প পরিবার বলে গণ্য। তাই অর্থনীতি সংশ্লিষ্ট সব মহলের আগ্রহ থাকে এই গোষ্ঠীর চেয়ারম্যানকে ঘিরে। এই আগ্রহ তুঙ্গে ওঠে গত ২৪ অক্টোবর এক বিতর্কিত সিদ্ধান্তে গোষ্ঠীর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির অপসারণের পর। অবশেষে নীরবতা সেদিন সাইরাস মিস্ত্রিকে সরিয়ে অবসর ভেঙ্গে ফিরে এসে ৭৮ বছর বয়সী রতন নাভাল টাটা ফের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকেই সারাবিশ্বের কর্পোরেট জগত অধীর আগ্রহে অপেক্ষায় ছিল এটি জানার যে, কে হতে যাচ্ছেন পরবর্তী চেয়ারম্যান। অবশেষে নীরবতা ভেঙ্গে গত বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জে প্রদত্ত এক বিবৃতিতে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস) জানায় টাটা সন্স তাদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে ইশহাত হুসাইনকে। সেই সঙ্গে নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে তারা শেয়ার হোল্ডারদের একটি সাধারণ সভার আহ্বান করতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি ইশহাতের স্থায়ী নিয়োগদানের প্রাথমিক প্রক্রিয়া। টিসিএস বিবৃতিতে আরও জানায়, ‘টাটা সন্সের সিদ্ধান্ত অনুযায়ী সাইরাস মিস্ত্রির স্থলে ইশহাত হুসাইনের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান হিসেবে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিবৃতিতে আরও বলা হয় নতুন চেয়ারম্যান নিয়োগ না দেয়া পর্যন্ত ইশহাত হুসাইন কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’ তবে এই বিবৃতির দ্বিতীয় অংশটি সাইরাস মিস্ত্রির বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দিচ্ছে। ‘টাটা সন্স কোম্পানি আইন ২০১৩-এর ধারা ১৬৯ ও ১১৫ অনুযায়ী একটি বিশেষ নোটিস ইস্যু করে। যে নোটিসে তারা শেয়ার হোল্ডারদের একটি বিশেষ সাধারণ সভার আহ্বান করে। যে সভার নির্ধারিত আলোচ্যসূচী হলো সাইরাস মিস্ত্রিকে কোম্পানির পরিচালক পদ থেকে অপসারণ।’ সম্ভবত টাটা গোষ্ঠী থেকে সাইরাস মিস্ত্রির বিদায় ঘণ্টা বাজল এই সিদ্ধান্ত অনুযায়ী। উল্লেখ্য, টাটা সন্স মূল কোম্পানির ৭৩.৩৩ শতাংশ মালিকানার অধিকারী। ২০১৩ তে প্রণীত কোম্পানি আইনের ১১৫ ধারা অনুযায়ী এ ধরনের রেজ্যুলেশন পাস করতে বিশেষ নোটিস প্রদান করতে হয়। মূল কোম্পানির মোট শেয়ারে অন্তত ১% এর মালিক যে কেউ এ ধরনের নোটিস প্রদানের ক্ষমতা রাখেন। কোম্পানি আইনে প্রদত্ত নব্বই ধারা অনুযায়ী মেজরিটি শেয়ার হোল্ডাররা চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা রাখেন এবং টাটা সন্স সেই ক্ষমতা বলে ইশহাত হুসাইনকে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। টাটা সন্সের শেষ কথা এখনও এমিরেটাস রতন নাভাল টাটা। এটি পরিষ্কার এখনও তার কথাতেই ঘুরছে টাটা শিল্প পরিবারের চাকা। ৬৯ বছর বয়সী ইশহাত-টাটা শিল্প পরিবারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। এ ছাড়াও ২৩টি শিল্পের প্রধান ও ১১টি ভিন্ন প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। আর্থিক ও সামগ্রিক ব্যবস্থাপনা এবং অপারেশন কন্ট্রোলে একজন বিশেষজ্ঞ বলে বিবেচিত ইশহাত। এ ছাড়াও ফিন্যান্স, অডিট, ব্যাংকিং, এ্যাকাউন্টস, ট্যাক্সেশন ও সামগ্রিক ব্যবস্থাপনায় ভারতের অন্যতম সেরা মস্তিষ্ক বলে ধরা হয় ইশহাত হুসাইনকে।
×