ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সফরের প্রস্তুতি

প্রকাশিত: ০৮:৩৭, ১৮ নভেম্বর ২০১৬

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সফরের প্রস্তুতি

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর আগামী ৩০ নবেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা বাড়াতেই তার এই সফরের মূল উদ্দেশ্য। ঢাকা ও দিল্লীর কূটনৈতিক সূত্রগুলো একথা নিশ্চিত করেছে। দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, তার ঢাকা সফর নিয়ে দুই দেশের মধ্যে এখন প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ভারতে দ্বিপক্ষীয় সফর করবেন। এই সফরের প্রস্তুতির লক্ষ্যে সম্প্রতি দিল্লী সফর করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সাধারণত প্রধানমন্ত্রীর সফরের পূর্বে সার্বিক প্রস্তুতির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সফর বিনিময় হয়ে থাকে। তারই অংশ হিসেবে মনোহর পারিকর ঢাকায় আসছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের সরকারী সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, দু’দিনের আলোচনায় সন্ত্রাসবিরোধী কর্মকান্ড জোরদার করতে নতুন প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে সামরিক সরবরাহ বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার আয়োজন গুরুত্ব পাবে।
×