ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রোটিয়া টেস্ট নেতৃত্বে বহাল ভিলিয়ার্স

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ নভেম্বর ২০১৬

প্রোটিয়া টেস্ট  নেতৃত্বে বহাল ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ এবার অস্ট্রেলিয়া সফরে দারুণ সময় কাটাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টানা দুই টেস্টে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে স্বাগতিক অসিদের বিপর্যস্ত করেছে প্রোটিয়া শিবির। বাঁ কনুইয়ের ইনজুরিতে নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এ সফর থেকেই ছিটকে গেছেন। অস্ত্রোপচার করাতে হয়েছে তার কনুইয়ে। তার অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে প্লেসিস ঈর্ষণীয় সাফল্য দিয়েছেন। এরপরও ভিলিয়ার্সকেই দলের স্থায়ী টেস্ট অধিনায়ক হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নির্বাচকরা। আজ পর্যন্ত টেস্ট ইতিহাসে ঘরের মাটিতে কখনও হোয়াইটওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। কিন্তু এবার সেই শঙ্কার মুখে ক্রিকেট পরাশক্তিরা। টানা দুই টেস্টে নিজেদের মাটিতে লজ্জাজনক ও শোচনীয় নৈপুণ্য দেখিয়ে বাজেভাবে হেরেছে অসিরা। ভিলিয়ার্সের অভাবটা বুঝতেই পারেনি প্রোটিয়া শিবির। ডু প্লেসিস দারুণ নেতৃত্ব দিচ্ছেন দলকে। এবার তার সামনে ঘরের মাটিতে অসিদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার হাতছানি। কিন্তু সিএসএ নির্বাচকরা জানালেন এখনই প্লেসিসকে স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করা হচ্ছে না। বরং ভিলিয়ার্স ফেরার সঙ্গে সঙ্গেই তিনি নেতৃত্বে ফিরবেন। এ বিষয়ে সিএসএ নির্বাচক প্যানেলের চেয়ারম্যান লিন্ডা জোনডি বলেন, ‘এই মুহূর্তে ফাফ ডু প্লেসিস আমাদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক এবং এবি যখনই ফিরবেন তখনই অবস্থান ফিরে পাবেন আমাদের নিয়মিত অধিনায়ক হিসেবে। এখনও সেই আমাদের অধিনায়ক।’ ২৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে হোমসিরিজ প্রোটিয়াদের। এর আগেই খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন ভিলিয়ার্স। তখনই নেতৃত্ব দেবেন তিনি। এ বিষয়ে লিন্ডা বলেন, ‘৫ মাস তিনি খেলার বাইরে। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠতে হবে তাকে। আমরা মেডিক্যাল টিমের সঙ্গে তার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। শুরু করতে হলে তাকে অবশ্যই ফিটনেস জরুরী।’
×