ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বৃদ্ধাকে জবাই ট্রাকের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৬:১৯, ১৮ নভেম্বর ২০১৬

রাজধানীতে বৃদ্ধাকে জবাই ট্রাকের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়ির দারোয়ানসহ দুজনকে আটক করা হয়েছে। রাজধানীর মিরপুরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। খিলগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পল্টনে ট্রাকের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর পল্লবীতে শরিফুন নেছা (৭০) নামে এক বৃদ্ধাকে জবাই করে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাড়ির দারোয়ান রাকিব ও তারেক নামে দুজনকে আটক করেছে। পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ঝুটপট্টির রাব্বানী হোটেলের পাশে ৪৪ নম্বর ছয়তলা ভবনের তৃতীয় তলায় ছেলে ও ছেলের বউকে নিয়ে থাকতেন শরিফুন নেছা। এছাড়া সেখানে বাড়ির দারোয়ান ও তারেক নামে একজন থাকত। ওসি জানান, বুধবার রাতে ছেলে ও ছেলের বউ শরিফুন নেছাকে বাসায় একা রেখে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তারা বাসায় ফিরে দেখেন শরিফুন নেছার গলাকাটা মৃতদেহ মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মধ্যরাতে ওই বাড়ি থেকে শরিফুন নেছার রক্তাক্ত লাশ উদ্ধার করে। ওসি দাদন ফকির জানান, ঘটনার দিন রাতে দারোয়ান রাকিব বৃদ্ধা শরিফুন নেছার সঙ্গে ভাত খেয়েছে। এটি জানতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য দারোয়ান রাকিব ও তারেক নামে আরেকজনকে আটক করা হয়েছে। ওসি জানান, গলায় কাটা দাগ ছাড়া নিহতের শরীরে আর কোন জখমের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, রাতেই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হতে পারে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে বৃদ্ধার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। তদন্ত করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু ॥ এছাড়া রাজধানীর বঙ্গভবনের কাছে পার্কসংলগ্ন রাস্তায় মাটিবাহী ট্রাকের চাপায় এবিএম মিজানুর রহমান (৩০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। মৃত মিজান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত এবং রাজারবাগ পুলিশ লাইনসের প্রোরক্ষা শাখায় কর্মরত ছিলেন। নিহতের বাবার নাম হাজী মোহাম্মদ আলী। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামে। তিনি যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন। তিন সন্তানের জনক ছিলেন তিনি। দগ্ধ গৃহবধূর মৃত্যু ॥ এদিকে মিরপুরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হামিদা আক্তার নাসরিন (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনার পর পুলিশ নিহতের স্বামী জসিম উদ্দিনকে আটক করেছে। স্কুলছাত্রের মৃত্যু ॥ অন্যদিকে খিলগাঁওয়ে পুকুরে ডুবে ফাইয়াদ হাসান ফুয়াদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ফুয়াদ মতিঝিল স্কুল এ্যান্ড কলেজের বাসাবো শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিকল্প বিরোধ নিষ্পত্তি
×