ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৬ জেলেসহ ট্রলার তামান্নাকে ভারতীয় উপকূলীয় রক্ষীদের উদ্ধার

প্রকাশিত: ০৮:৫১, ১৭ নভেম্বর ২০১৬

১৬ জেলেসহ ট্রলার তামান্নাকে ভারতীয় উপকূলীয় রক্ষীদের উদ্ধার

কূটনৈতিক রিপোর্টার ॥ ইঞ্জিন বিকল হয়ে ভেসে বেড়ানো বাংলাদেশের মাছ ধরার ট্রলার ‘তামান্না’কে ১৬ জন জেলেসহ উদ্ধার করেছে ভারতীয় উপকূলীয় রক্ষী বাহিনী। তাদের বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। ট্রলার তামান্নাকে উদ্ধারের পর ভারতীয় বাহিনী ওড়িশার পারাদ্বীপে পৌঁছে দেয়। ভারতীয় উপকূলীয় রক্ষী বাহিনী ট্রলারটির ইঞ্জিন মেরামত করে ও জেলেদের যতœ নেয়। মেরামত কাজ শেষ হলে ১৬ জেলেসহ ট্রলারটি আন্তর্জাতিক সমুদ্রসীমা পর্যন্ত প্রহরা দিয়ে ১৪ নবেম্বর বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ১৫ নবেম্বর জেলেরা নিরাপদে তাদের বাড়িতে ফিরে গেছেন। গত ২ নবেম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে চলছিল ট্রলার তামান্না। তারপর তাদের উদ্ধার করে ভারতীয় বাহিনী। বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী ও উপকূলীয় রক্ষী বাহিনী বিপন্ন জেলেদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা এবং প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সাহায্য করার ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করে যাচ্ছে।
×