ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩০, ১৭ নভেম্বর ২০১৬

টুকরো খবর

মুক্তিপণ নিতে এসে আটক দুই অপহরণকারী স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গরু ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই অপহরণকারী। মঙ্গলবার সকালে গরু কিনতে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী জালাল আহমদ। শহর থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর জালালের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। একটি বিকাশ নাম্বার দিয়ে ওই নাম্বারে টাকা পাঠানোর জন্য বলে অপহরণকারীরা। কোতোয়ালি থানা পুলিশকে এ বিষয়ে অভিযোগ জানান জালালের ভাই। পুলিশ অপহরণকারীদের দেয়া বিকাশ নাম্বারের খোঁজ নিয়ে দেখতে পায়, এটি শহরের তারাপুর চা বাগান এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানের বিকাশ নাম্বার। ওই ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে পুলিশ। অপহরণকারীদের মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণের ৫০ হাজার টাকা বিকাশ নাম্বারে দেয়া হয়েছে বলে জানান অপহৃত জালালের ভাই। সন্ধ্যায় বিকাশের দোকান থেকে টাকা তুলতে আসে দুই অপরহণকারী। এ সময় সেখানে দুই অপহরণকারীকে আটক করে পুলিশ। আটককৃত দুজনের নাম শহীদ এবং রাজন। ব্যাংক কর্মকর্তা জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৬ নবেম্বর ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ৫ কোটি টাকার একটি কাজের বিপরীতে ভুয়া পারফর্মেন্স সিকিউরিটি দেয়ার অভিযোগে রাঙ্গামাটি রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রুমা বড়ুয়াকে দুদকের একটি মামলায় বুধবার পুলিশ গ্রেফতার করেছে। দুদক ওই দিন কোতোয়ালি থানায় এ ঘটনায় সরাসরি জড়িত দুইজনের বিরুদ্ধে একটি মামলা করেছে। পুলিশ এ মামলায় রুমাকে রোকন উদ্দিন কবিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করে। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি পাবলিক কলেজ নির্মাণ করার জন্য ২০১৫ সালে একটি টেন্ডার আহ্বান করে। মায়শা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। মায়শা ট্রেডার্স ১৯/০৫/১৫ তারিখে ৪১ লাখ ২০ হাজার টাকার পারফর্মেন্স সিকউিরিটি জমা দেয়, যা ছিল সম্পূর্ণ ভুয়া। কিন্তু বোর্ডের একটি মহলের সহায়তায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের রানিং বিলও নিয়ে নেয়। পরে তা দুদকের একটি তদন্তে বেরিয়ে আসার পর ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে উন্নয়ন বোর্ড কালোতালিকাভুক্ত করে। ৮০ মণ জাটকাসহ আটক এক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ৮০ মণ জাটকাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃতকে দেড় বছরের কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দ-াদেশের রায় ঘোষণা করা হয়। দ-প্রাপ্ত শহিদুল ইসলাম বরগুনা জেলার পাথরঘাটার চরদোয়ানি এলাকার বাসিন্দা। ব্যবসায়ীর বাসায় চুরি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৬ নবেম্বর ॥ মঙ্গলবার রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ভালুকায় এক ব্যবসায়ীর বাসার তিনটি রুমের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি সংঘবদ্ধ চোরেরদল স্টিলের আলমিরার লক কেটে টাকা স্বর্ণালঙ্কার, দামি কাপড়- চোপড়, মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গাছের সঙ্গে শত্রুতা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৬ নবেম্বর ॥ পূর্বশত্রুতার জের ধরে কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকায় খলিল চৌধুরী (৫৫) নামের এক অসহায় কৃষকের বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলেছে প্রতিপক্ষ। জানা গেছে, পূর্বচড় কয়ারিয়া গ্রামের কৃষক খলিল চৌধুরীর সঙ্গে একই গ্রামের সেকান্দার ঘরামীর দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছে। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে সেকান্দার ঘরামীর নেতৃত্বে এসকান্দার ঘরামী ও সাহাদাত ঘরামীসহ ৫-৭ যুবক মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে মঙ্গলবার রাতের আঁধারে খলিল চৌধুরী বাগানে লাগানো বিভিন্ন প্রজাতির দুই শতাধিক চারা গাছ কেটে ফেলেছে। অভিযুক্ত সেকান্দার ঘরামী বলেন, এ গাছ আমি কাটিনি। ওষুধ কারখানায় অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ নবেম্বর ॥ ধামরাইয়ে ওষুধ তৈরিকারক প্রতিষ্ঠান ‘দি একমি ল্যাবরেটরি’ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোন ক্ষতির ঘটনা ঘটেনি। জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকাস্থ ওই ওষুধ কারখানার ১নং গেটে একুসয়াল ইউনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ৪টি ও আশুলিয়ার ডিইপিজেডের দুটি ইউনিটসহ মোট ৬টি ইউনিট প্রায় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নওগাঁয় বাড়িতে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে নওগাঁ শহরের খিদিরপুর মহল্লার ইন্দ্রজিৎ কবিরাজ ওরফে মনোজ ডাক্তারের বাড়িতে অগ্নিকা- ঘটে। অগ্নিকা-ে ওই বাড়ির ৭টি ঘরের মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ফায়ার ব্রিগেডের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস, থানার ওসি এবং উপস্থিত লোকজন প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। বাড়ির মালিক ইন্দ্রজিৎ সরকার ওরফে মনোজ ডাক্তার জানান, রাত ৩টার দিকে প্রতিবেশী এক যুবক আগুন দেখে চিৎকার শুরু করলে তারা তাদের শয়নঘরের চালার ওপর রাখা কাঠের শুকনা খড়িতে আগুন দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাত সাড়ে ৪টায় ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আসামির আত্মসমর্পণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলা জজ আদালত পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার তিন দিন পর মাদক মামলার আসামি মোখলেসুর রহমান (২৫) অবশেষে আত্মসমর্পণ করেছেন। বুধবার বেলা পৌনে ১টার দিকে রাজশাহীর আমলী আদালত-১ এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস সালামের কাছে তিনি আত্মসমর্পণ করেন। জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা বানু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মসমর্পণের পর আসামির আইনজীবী হাবিবুর রহমান তার জামিনের আবেদন করেন। তবে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজশাহীর পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোখলেসুর রহমানকে গত শনিবার ১০০ ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ১৬ নবেম্বর ॥ নবাবগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে বিল্লাল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ আবজাল মোল্লার ছেলে। জানা যায়, বুধবার সকালে বিল্লাল মিয়া নিজ উঠানে খড়ের স্তূপ তৈরি করছিলেন। এ সময় সে অসাবধানতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্গাপুরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৬ নবেম্বর ॥ দুর্গাপুরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ফাঁকাগুলি এবং সংঘর্ষের প্রতিবাদে প্রতিপক্ষ দুটি গ্রুপেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। মঙ্গলবার এক পক্ষ সংবাদ সম্মেলন করায় এর প্রতিবাদে অপর পক্ষ সংবাদ সম্মেলন করে বুধবার। দুর্গাপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার ব্যবসায়ী আলহাজ সরদার লিখিত বক্তব্যে উল্লেখ করেন নজরুল ইসলাম ও তার দলবল আধিপত্য বিস্তারের লক্ষ্যে আমাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায় এতে আমাদের একধিক লোক আহত হয়। এই নজরুল তার ছোট ভাই সিরাজুলসহ একটি গ্রুপ বিভিন্ন অপকর্মে জড়িত। তারা বালু ব্যবসায় মাজাহারুল ইসলাম ও মোঃ রইছ উদ্দিনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। তাদের অপকর্মকে আড়াল করার জন্য মিথ্যা, বানোয়াট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। আমরা তাদের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। তার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান। বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছে। এ ঘটনাটি ঘটে বুধবার ধর্মপুর নাজির হাট সীমান্তে। এ ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। জানা যায়, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর নাজির হাট সীমান্তে ৯৪৩ নং আন্তর্জাতিক সীমানা মেন পিলারের কাছে গরু ব্যবসায়ীরা ১৫/২০টি গরু বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিল। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশী যুবক খাইরুল ইসলামের পিঠে গুলি লেগে আহত হন। এ সময় অন্য চোরাকারবারিরা পালিয়ে যায়। স্কুলে শহীদ মিনার নির্মাণ উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে। নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি ও ভূমি মন্ত্রীর ছেলে ক্রীড়ামোদী শিরহান শরীফ তমাল। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শিরহান শরীফ তমাল। বিশেষ অতিথির বক্তব্য দেন, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক আজগার আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শেকুল।
×