ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাব্বিশা গণহত্যা

আজও কাঁদে স্বজনহারা মানুষ

প্রকাশিত: ০৬:২৯, ১৭ নভেম্বর ২০১৬

আজও কাঁদে স্বজনহারা মানুষ

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ১৬ নবেম্বর ॥ ১৭ নবেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরের ছাব্বিশা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে বর্বর পাকহানাদার বাহিনী চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ৩৯টি তাজাপ্রাণ। গুরুতর আহত হয় প্রায় ৫০ জন। পুড়িয়ে দেয় সাড়ে তিনশ’ বাড়ি। ভূঞাপুর তথা টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় দিন। এ নারকীয় হত্যাযজ্ঞের কথা মনে হলে আজও শিউরে ওঠে এ গ্রামের স্বজনহারা মানুষ। ছাব্বিশা গণহত্যায় শহীদ হয়েছিলেন ৩৫ জন। তার মধ্যে ৩৩ জনের নাম পাওয়া যায়। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ভূঞাপুর পৌরসভার উদ্যোগে ছাব্বিশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামফলক উন্মোচন করা হলেও শহীদদের কবরগুলো আজও পড়ে আছে অবহেলা-অযতেœ, যা এখন পর্যন্ত সরকারীভাবে চিহ্নিত করা হয়নি।
×