ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় বিরোধ ॥ হামলায় বাড়িঘর ভাংচুর, আহত ১০

প্রকাশিত: ০৬:২৮, ১৭ নভেম্বর ২০১৬

টুঙ্গিপাড়ায় বিরোধ ॥ হামলায় বাড়িঘর ভাংচুর, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৬ নবেম্বর ॥ টুঙ্গিপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তিনটি বসতবাড়ি ও বাড়ির পাঁচিল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ার পাকুড়তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বাড়িঘরে লুটপাট করে। হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ওই গ্রামের হায়দার আলী শেখ ও এনামুল হক শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই দিন সন্ধ্যায় এনামুল হকের নেতৃত্বে একশ’ থেকে দেড়শ’ লোক লাঠিসোটা নিয়ে হায়দার আলী শেখের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ওই বাড়ির পাঁচিলসহ দু’টি বসতঘর ও একটি দোকানঘর ভেঙ্গে গুড়িয়ে খালে ফেলে দেয়। হামলাকারীরা লুটপাট চালিয়ে স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। হামলায় শিশু ও নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। হামলার শিকার হায়দার আলী শেখের পুত্রবধূ তুলি বেগম ও লাবনী অভিযোগ করে বলেছেন, এর আগে এধরনের তা-ব কখনও দেখিনি। হামলাকারীরা আমাদের ওপর নিষ্ঠুরভাবে হামলা করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। জড়িতদের দ্রুতবিচার ও শাস্তি দাবি করছি।
×