ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:১৮, ১৭ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারেই দিনটিতে গত কয়েকদিন লেনদেনের আধিপত্য ধরে রাখা কোম্পানিগুলোর প্রাধান্য দেখা গেছে। তবে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের কোম্পানিগুলোর দিনটিতে লেনদেন হয়েছে বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৯ কোটি ৪১ লাখ টাকা কম লেনদেন। মঙ্গলবার ডিএসইতে ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৬, কমেছে ১২১ এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ শাশা ডেনিমস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কাসেম ড্রাইসেল, গোল্ডেন হার্ভেস্ট, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বিডি থাই ও ফার্স্ট ব্যাংক। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ড্রাগন সোয়েটার, রিজেন্ট টেক্সটাইল, কাসেম ড্রাইসেল, সালভো কেমিক্যাল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, শাশা ডেনিমস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ঢাকা ইন্স্যুরেন্স ও গোল্ডেন হার্ভেস্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ মোজাফফর হোসেন স্পিনিং, ফু-ওয়াং সিরামিক, বিডি অটোকারস, কে এ্যান্ড কিউ, দুলা মিয়া কটন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, মডার্ন ডাইং, পাওয়ার গ্রীড ও লিব্রা ইনফিউশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩, কমেছে ৮২ এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, আফতাব অটোস, গ্রামীণফোন, ইয়াকিন পলিমার ও ইস্টার্ন হাউজিং।
×